X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, চালককে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
১১ জুন ২০১৯, ১৮:০৪আপডেট : ১১ জুন ২০১৯, ২০:২৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নিউ টাউন এলাকায় এক তরুণী শ্রমিককে চলন্তবাসে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক শামীমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এরপর বাসটি জব্দ করেছে পুলিশ। সোমবার রাত দশটায় মেঘনা থেকে ঢাকার গুলিস্থানে চলাচলকারী স্বদেশ পরিবহনের গাড়িতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ জুন) সোনারগাঁ থানার (ওসি) মানিরুজ্জামান এই তথ্য জানান।

পুলিশ জানায়, কিশোরগঞ্জের ওই তরুণী গজারিয়া এলাকার একটি ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি ঈদের ছুটি কাটিয়ে কিশোরগঞ্জ থেকে রাত ৯টার দিকে গুলিস্তান এসে গজারিয়া ফেরার জন্য স্বদেশ পরিবহনের একটি বাসে ওঠেন। পরে মোগরাপাড়া চৌরাস্তায় সব যাত্রী নেমে যায়। ওই তরুণী যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় অভিযুক্ত চালক শামীম তাকে মেঘনা ঘাটে নামিয়ে দেওয়ার কথা বলে। আষাঢ়িয়ারচর এলাকায় গিয়ে হেলপাড়ের কাছে ডাইভিং ছেড়ে দিয়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা বাসটি থামাতে বললে তা আরও দ্রুতগতিতে যায় এবং ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা গাড়িটি থামিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত চালক শামীমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় হেলপার পালিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) তাওহিদ উল্লাহ জানান, স্বদেশ বাসে ধর্ষণের খবর পেয়ে মেঘনা নিউটাউনে গিয়ে জনগণের হাত থেকে ধর্ষক ও গাড়িটি আটক করেছি। ধর্ষক শামীম মিয়া উপজেলার নানাখি মধ্যপাড়া গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই তরুণী বাদী হয়ে সোনারগাঁ থানার মামলা দায়ের করেছেন। বর্তমানে অভিযুক্ত ও আটক বাসটি থানার হেফাজতে রয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন