X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দারুল ইহসানের সনদধারী শিক্ষকদের এমপিও স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৯:৩৩আপডেট : ১১ জুন ২০১৯, ২২:২৪

এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈতনীতি পরিহার করে এমপিও স্থাগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়া শিক্ষকরা। মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, উচ্চ আদালতের রায়ের পর দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও দিতে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অদৃশ্য কারণে ২০১৮ সালের ২৮ আগস্ট জারি করা এমপিও আদেশ পরদিন ২৯ আগস্ট স্থগিত করা হয়। বলা হয়, আইন মন্ত্রণালয়ের মতামত না নেওয়ার কারণে আদেশ স্থগিত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয় পরে মতামত দিলেও এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

শিক্ষকরা অভিযোগ করেন, সমস্যা সমাধানে দৃশ্যমান কোনও পদক্ষেপ না নেওয়ায় নঅনেক শিক্ষক-কর্মচারী বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি যাদের টাকা ও তদবিরের জোর আছে তারা গোপনে এমপিও বাগিয়ে নিচ্ছেন। গোপনে প্রধান নির্বাচন কমিশনারের ভাইসহ অনেককে এমপিও দেওয়া হয়েছে। এই দ্বৈতনীতি পরিহার করতে হবে।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরামের আহবায়ক মোহাম্মদ ছিয়ামুল হক বলেন, ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে সনদ অর্জনকারীদের এমপিওভুক্তির ক্ষেত্রে দ্বৈতনীতি অনুসরণ করে চলেছে কর্তৃপক্ষ। সনদধারীরা সরকারি বিধিমোতাবেক নিয়োগ পেলেও দীর্ঘ কয়েক বছর ধরে বেতন-ভাতার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। পক্ষান্তরে তদবির, ক্ষমতার জোর ও প্রভাবশালীদের আশীর্বাদপুষ্টরা অনায়াসে এমপিওভুক্ত হচ্ছেন। উচ্চ আদালতের রায়ের পর এমপিওভুক্তির ক্ষেত্রে দ্বৈতনীতির ধারা অব্যাহত রয়েছে।’

সমাবেশে শিক্ষকরা দারুল ইহসানের সনদধারী ১৫ জন শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিকের এমপিওভুক্তির তালিকা তুলে ধরা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক শাহ আলম, মো রফিকুল ইসলাম, হায়দার আলী, মনিরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:
দারুল ইহসানের সনদে এমপিও পেয়েছেন সিইসি’র ভাই



দারুল ইহসানের সনদে আবারও তিন শিক্ষকের এমপিও

/এইচএন/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া