X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নোমানের দুর্নীতির মামলার রায় পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১২:১৭আপডেট : ১২ জুন ২০১৯, ১২:৩৪

আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায় পিছিয়ে আগামী ৩০ জুন দিন ধার্য করা হয়েছে। 

বুধবার (১২ জুন) মামলাটি রায় ঘোষণা দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে নোমান আদালতে হাজির না হওয়া তার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করে নতুন  দিন ধার্য করেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন। 

নোমানের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোমানের বিরুদ্ধে অনুসন্ধান চালায় দুদক। ১৯৯৭ সালের ৭ আগস্ট তার সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশ পাওয়ার পর আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বৃদ্ধির কোনও আবেদনও করেননি। যা ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি নোমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে আটজনের মধ্যে বিভিন্ন সময় সাতজন আদালতে সাক্ষ্য দেন।

 

 

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি