X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মিলার সাবেক স্বামীর ওপর এসিড নিক্ষেপ, দোষীদের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৯:৪৭আপডেট : ১২ জুন ২০১৯, ২০:২৩

 সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারীর ওপর এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এইড ফর মেন নামক একটি সংগঠন। বুধবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পারভেজ সানজারীর ভাই অ্যাড. আলামিন খান অভিযোগ করেন, ‘চলতি বছরের ২ জুন মিলার উপস্থিতিতে তার সহকারী কিম এসিড নিক্ষেপ করে সানজারীর শরীরে। সানজারীর মাথায় হেলমেট থাকায় মুখমণ্ডল বেচে যায়। তবে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।’

তিনি দাবি করেন, ‘২০১৭ সালের অক্টোবর মাসের ৫ তারিখে যৌতুক দাবির মিথ্যা অপবাদে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মিলা। এছাড়াও সে মানহানির মামলাও দায়ের করে। পরে বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ৩১ জানুয়ারি তাকে তালাকের নোটিশ দেয় সানজারী। এর পরিপ্রেক্ষিতে সানজারীকে প্রাণনাশের ও নিজে আত্মহত্যা করার হুমকি দেয় মিলা।’

তিনি আরও দাবি করেন, ‘মিলার দায়ের করা নারী ও শিশু মামলাটির বিচার কাজ দেড় বছর ধরে চললেও আজ অবধি সে কোনোদিন সাক্ষ্য দিতে যায়নি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে সানজারী ও তার পরিবার সম্পর্কে ক্রমাগত মিথ্যাচার ও হুমকি দেয় যাচ্ছে। এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তার পরিকল্পনায় ও নির্দেশনাতেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।’

এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এসিড নিক্ষেপের ঘটনায় অনেক গড়িমসির পর থানায় মামলা নিলেও আজ পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’

এইড ফর মেনের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নাদিম বলেন, হামলার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনও আসামি গ্রেফতার না হওয়া চরম হতাশাজনক। পারভেজ সানজারী শুধুমাত্র পুরুষ হওয়ার কারণেই সুষ্ঠু বিচার পাচ্ছেন না। মানববন্ধনে এইড ফর মেনের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন