X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুইশ টাকার জন্য প্রক্সি দিতে এসে আদালতে ধরা!

নুরুজ্জামান লাবু
১৩ জুন ২০১৯, ২০:৫৪আপডেট : ১৩ জুন ২০১৯, ২২:৩৮

ফেলানী বেগম মাত্র দুইশ টাকার বিনিময়ে আদালতে একজন আসামির হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন এক নারী। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন স্বাভাবিকভাবেই। কিন্তু, শুনানি শেষে বিচারক যখন জামিন নামঞ্জুর করেন, তখনই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। বিচারক পবন চন্দ্র বর্মণ ওই নারীর কাছে কান্নার কারণ জানতে চান। তখন নিজ মুখেই প্রক্সি দিতে আসার কথা বলেন তিনি। ফেলানী বেগম নামে ওই নারীকে পরে পেনাল কোডের ৪১৭ ধারায় ফৌজদারি অপরাধের অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নুরজাহান বেগম নামে এক নারী ৯ জুন কুড়িগ্রামের রৌমারী থানায় একটি চুরির মামলা (নম্বর ৮) দায়ের করেন। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়। আসামিরা হলো- আবু সাইদ, মুরাদ হোসেন, মামুন, মনির, মুন্না ও নুরিনা বেগম। আসামিরা বৃহস্পতিবার (১৩ জুন) কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে ছয় নম্বর আসামি নুরিনা বেগমের বদলে আদালতে হাজির হন ফেলানী বেগম। আদালত আসামিপক্ষ ও সরকারপক্ষের শুনানি শেষে চার জনের জামিন মঞ্জুর করলেও ৫ ও ৬ নম্বর আসামি মুন্না ও নুরিনা বেগমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর করার বিষয়টি জানতে পেরেই আদালতের মধ্যেই হাউমাউ করে কাঁদতে থাকেন নুরানী বেগমের প্রক্সি দিতে আসা ফেলানী বেগম। পরে বিচারক তার কাছে কান্নার কারণ জানতে চান। তখন ফেলানী বেগম জানান, তিনি নুরানী বেগম নন। তার নাম ফেলানী বেগম। তিনি বজলুর রহমান নামে একজন আইনজীবীর সহকারীর পরামর্শে দুইশ টাকার জন্য প্রক্সি দিতে এসেছিলেন।

আদালত সূত্র জানায়, প্রক্সির বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে আমলে নিয়ে বিচারক ফেলানী বেগমের জবানবন্দি রেকর্ড করেন। ফেলানী বেগম জানান, তার স্বামীর নাম মৃত মালেক। তার বাড়ি সদর থানার ভোগডাঙ্গা মাদুপাড়ায়। ফেলানী বেগমকে দুইশ টাকার বিনিময়ে প্রক্সি দিতে নিয়ে আসা আইনজীবীর সহকারী বজলুর রহমানের বাবা নাম আবু জাফর আলী ও মায়ের নাম জহুরা বেগম। কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জিগ্নিকান্দিতে তার বাড়ি। আদালত দুজনের বিরুদ্ধে একটি মিসকেস দায়ের করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ফেলানী বেগমকে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া আইনজীবীর সহকারী বজলুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত ও আইনজীবী সূত্র জানায়, শুধু কুড়িগ্রাম নয়, রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝে-মধ্যেই অর্থের বিনিময়ে একজনের হয়ে অন্য জন আদালতে হাজিরা দিতে এসে ধরা পড়ার ঘটনা ঘটছে। এক শ্রেণির অসাধু আইনজীবীরাও এই জালিয়াতি ঘটনার সঙ্গে জড়িত থাকে। ১৯ জানুয়ারি বগুড়ার একটি আদালতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বদলে প্রক্সি দিতে আদালতে গিয়ে ধরা পড়েন রিফাত শেখ নামের এক যুবক। পরে আদালত মূল আসামি মশিউর রহমানসহ দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ