X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সম্পূরক শুল্ক কমানোসহ ৮ দফা দাবি বিড়ি শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ১৯:৩৮আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:৪০





সম্পূরক শুল্ক কমানোসহ ৮ দফা দাবি বিড়ি শ্রমিকদের সম্পূরক শুল্ক কমিয়ে বিড়ির দাম ১৪ টাকা থেকে ১০ টাকায় নামিয়ে আনাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রবিবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী লিখিত বক্তব্যে বলেন, প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর অযৌক্তিকভাবে কম দামি সিগারেটের চেয়ে ৪ গুণ বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে। বিড়িতে ২৪.২০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে, কম দামি সিগারেটের ক্ষেত্রে তা মাত্র ৫.৭১ শতাংশ। বিড়ির সম্পূরক শুল্ক ৩০ থেকে ৩৫ শতাংশ করা হয়েছে। বহুজাতিক কোম্পানির সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি।
বিড়ি শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে অভিযোগ করে তিনি বলেন, ভারত বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিয়ে সুরক্ষা দিচ্ছে। দেশটিতে ১ হাজার বিড়িতে যেখানে শুল্ক দিতে হয় ১৪ টাকা, সেখানে বাংলাদেশে ৩১৩ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি জানানো হয়। এগুলোর মধ্যে বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা, সম্পূরক শুল্ক কমিয়ে ভারতের মতো প্রতি হাজারে ১৪ টাকা করা, বিড়িকে ‘কুটির শিল্প’ ঘোষণা করা এবং শ্রমিকদের নূন্যতম মজুরি হাজারপ্রতি ১০০ টাকা করা উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সম্পাদক প্রণব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা