X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উত্তরখানে সাকিব হত্যা মামলায় তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২১:২৬আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৩৯

আদালত

রাজধানীর উত্তরখানে সাকিব হোসেন (২০) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ জুন) ঢাকা মহানগর হাকিম মুরশেদ আল মামুন ভুইয়া এ আদেশ দেন।

এদিন দুপুরে তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে ১০দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– শাহীন মিয়া ওরফে ব্ল্যাক শাহীন (২৪), মঞ্জুরুল ইসলাম ওরফে মিজু (২৪) ও ফরহাদ হোসেন (২৬)।

এর আগে ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখান থানার বাটুলিয়া এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) দুপুরে র‌্যাবের কাওরান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতার যুবকদের কাছ থেকে সাকিব হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যে উত্তরখানের কাঠালতলা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।’

গত ১৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর উত্তরখান থানার নদীর পাড় বাটুলিয়া এলাকায় সাকিব ও তার বন্ধু শিপন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিপন। এই ঘটনায় উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!