X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দাবি পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর, নোটিশ চায় বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২১ জুন ২০১৯, ০১:১১আপডেট : ২১ জুন ২০১৯, ০১:১১

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সব দাবিকে যৌক্তিক বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এসব দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন তিনি। তবে তাতে সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। শুক্রবার (২১ জুন) এর মধ্যে দাবি আদায়ের বিষয়ে নোটিশ পেলে আন্দোলন প্রত্যাহারের কথা জানিয়েছেন তারা। নাহলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জুন) বিকালে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এর আগে, প্রত্যেক হল থেকে তিন জন করে মোট ২১ সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন হয়ে থাকে। তবে ভিসি চাইলেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করতে পারতেন। কিন্তু এখানে ভিসি ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব। ’

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। যেগুলো শুক্রবারের মধ্যেই মানা সম্ভব তা নোটিশ দিয়ে জানানোর প্রতিশ্রুতি দেন। আর বাকিগুলো দ্রুত সময়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। নির্দিষ্ট সময়ে দাবি আদায়ের নোটিশ না পেলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না।’  

উল্লেখ্য, শনিবার থেকে ১৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করে বুয়েট শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করেন তারা। বুধবার পঞ্চম দিনের আন্দোলনে পলাশী-বকশিবাজার মোড় অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়া শিক্ষার্থীরা । ষষ্ঠ দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
মাস্টারপ্ল্যান ছাড়াই ঈদের ছুটিতে জাবিতে ভবন নির্মাণে তোড়জোড়
সর্বশেষ খবর
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা