X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব, দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১২:৪১আপডেট : ২৬ জুন ২০১৯, ১৩:১১

দুদক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা (ছবি: সাজ্জাদ হোসেন) আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সমাবেশে দুদকের চিঠি প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দুদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় লাগাতার কর্মসূচির হুমকি দেন সাংবাদিকরা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘এই চিঠি আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এধরনের আপত্তিকর ভাষায় চিঠি দেওয়ার দায় শুধু তদন্ত কর্মকর্তার নয়, দুদকের চেয়ারম্যানকেও নিতে হবে।’
ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘দুদকের কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত কিনা, তা বলতে চাই না। যে চিঠি দিয়ে তলব করা হয়েছে, তা পুরো সাংবাদিকসমাজের জন্য হুমকিস্বরূপ। আপত্তিকর ভাষায় পাঠানো চিঠি প্রত্যাহার করতে হবে।’
ডিক্যাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন হাসিব বলেন, ‘আমরা জানতে পেরেছি দুদক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের চিঠি ও মামলার হুমকির মাধ্যমে দুদক তাদের অপকর্ম ঢাকতে চায়। এই চিঠি প্রত্যাহার করতে হবে। নয়তো বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। ’
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, ‘যে ভাষা ব্যবহার করে চিঠি দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক। এ ধরনের চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার জন্য দুদককে দুঃখপ্রকাশ ও চিঠি প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, দুদক চেয়ারম্যানকে অঙ্গীকার করতে হবে, যেন ভবিষ্যতে কোনও সাংবাদিককে এভাবে হেনস্তা করা না হয়।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি বলেন, ‘এভাবে চিঠি দেওয়ার এখতিয়ার দুদকের নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চিঠি প্রত্যাহার করা না হলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। যে কর্মকর্তা এই চিঠি ইস্যু করেছেন তাকে বরখাস্ত করতে হবে। ’
বিক্ষোভ সমাবেশে সাধারণ সাংবাদিকসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিলন।
প্রসঙ্গত, গত ২৩ জুন “লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?” শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। এ রিপোর্টের ব্যাপারে বক্তব্য দিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ জুন) দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার (দীপু সারোয়ার) সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন।
নোটিশের শেষ অংশে বলা হয়েছে, ‘উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।’
আরও পড়ুন: 

বাংলা ট্রিবিউনের সাংবাদিক দীপু সারোয়ারকে দুদকের এ কেমন নোটিশ!

/আরজে/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা