X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুরোধে আগে সতর্কতা, পরে গৃহসজ্জা

উদিসা ইসলাম
২৬ জুন ২০১৯, ১২:৪২আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:৪৭

পানিওয়ালা গাছের টব এডিস মশার আস্তানা রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্য বাড়ছে। এ মাসে হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ শতাধিক ডেঙ্গু রোগীর বড় অংশ শিশু। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এদিকে নগরে সবুজের ছোঁয়া পেতে একইসঙ্গে বেড়ে চলেছে ঘরের মধ্যে এক টুকরো সবুজ বানানোর চেষ্টা। কিন্তু, ঘরের মধ্যে গাছ রাখলে মশা এড়াতে যে পরিচর্যার দরকার হয়, তা করতে ব্যর্থ হওয়ায় বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গাছ পরিচর্যাকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সামান্য সতর্ক হলেই এ ধরনের বিপদ এড়ানো যেতে পারে। তারা সবসময়ই পানিতে রাখা গাছগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সতর্কতামূলক পোস্ট দিয়ে দায়িত্ব পালন করছেন।

ঘরের ভেতরে গাছ লাগানো ও পরিচর্যার সঙ্গে জড়িতরা বলছেন, টবে পানি বা মাটি যাই থাকুক না কেন, মশা সেখানে হানা দেবেই। গাছ রোদ-আলো-বাতাস যেন পায় এবং তিন থেকে সাত দিনের ভেতরে টবের পানি যেন পাল্টে দেওয়া হয়, সেদিকে সতর্ক দৃষ্টি থাকতে হবে। চিকিৎসকরা বলছেন, আমাদের আশেপাশে এমন জলাধার বা ডেঙ্গু মশার উপযোগী বদ্ধ পানির উৎস আছে, কিন্তু সবচেয়ে বড় উৎস বাসার মধ্যেই আছে। এই মৌসুমে সেদিকে নজর না দেওয়ায় শিশুদের ওপর ডেঙ্গুর বেশি আক্রমণ দেখা যাচ্ছে।

ডেঙ্গুরোধে ঘরোয়া গাছের পরিচর্যায় সতর্কতা জরুরি গত বছর দেশে ১০ হাজার ১৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মধ্যে মারা যান ২৬ জন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজিএইচএস) দেওয়া তথ্য মতে, এ বছরের মে মাসে ১৫৫ জন এবং চলতি মাসের ২৩ জুন পর্যন্ত ৫৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছরের মে মাসে ৫২ জন এবং জুন মাসে ২৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

‘নগর কৃষি’ নামে একটি প্রতিষ্ঠান ইনডোর গাছ সজ্জা ও পরিচর্যার কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবু ইউসুফ শিহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যদি কোনও গাছের জন্য পানি ব্যবহার করা হয়, তখন এ ধরনের বিপদের আশঙ্কা থাকে। আজকাল ঘরের মধ্যে ছোট অ্যাকুরিয়াম রাখার চল দেখা যায়। সময়মতো পানি বদল করলে সমস্যা হয় না। অনেকদিন ধরে পানি জমে থাকলে, মশা এসে বসে এবং ডিম পাড়ে।’ তিনি বলেন, ‘বারান্দায় গাছ লাগালে যথেষ্ট আলোবাতাস রোদ আছে কিনা, তা নজরে রাখা জরুরি। কোনও কারণে গাছে পানি বেশি দিলে এবং টবের নিচে ফুটো না থাকলে জমে থাকে। গাছের গোড়া কখনোই ভেজা রাখা যাবে না। ’

আপনারা কোনও সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন কিনা প্রশ্নে আবু ইউসুফ শিহাব বলেন, ‘তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়। আমরা ইনডোরে গাছের কাজ করলে সঙ্গে বাড়তি লেমনগ্রাস, গাদা, পুদিনা গাছগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এগুলো মশা তাড়াতে সহায়ক গাছ।’

এধরনের গাছগাছালিও এডিস মশার উৎস গাছ পরিচর্যা যাদের কাজ সেই ‘গ্রিন সেভার্স’ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ পরিচর্যাকারী আহসান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচেতন থাকলে ঘরের ভেতর গাছ রাখা কোনও বিষয় না।’ তিনি বলেন, ‘টবে ঘরের ভেতরে যে গাছপালা হয় সেখানে পানি জমার কোনও সুযোগ নেই। বারান্দায় যেসব গাছ থাকে, অতি বৃষ্টির কারণে সেগুলোতে পানি জমতে পারে। যিনি বাগান করেন, তিনি সেদিকে খেয়াল রাখলে সমাধান পাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘যে গাছগুলো পানিতে করেন সেগুলোর পানি তিন থেকে সাত দিনের ভেতরে বদল করে দিলে, সেটিকে আর বদ্ধ পানি বলা যাবে না। আর বদ্ধ পানি ছাড়া মশা বা কোনও পোকামাকড় হয় না। যাদের এই পরিচর্যা করার সময় নেই, পানির গাছগুলো তাদের না লাগানোই ভালো।’

শিশু বিশেষজ্ঞ রাকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে ডেঙ্গু আক্রান্ত অনেক শিশু আসে। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বললে দেখা যায়, বাসায় এডিস মশার আস্তানা আছে। গাছপালা যেগুলো আছে সেগুলো পরিচর্যার হয়তো সময় পান না, ফলে বদ্ধ পানিতে জেঁকে বসছে মশা। এতে করে বিপদ আপনার শিশুর। এই মৌসুমে একটু খেয়াল করে যদি মশার উৎসগুলো নির্মূল করা যায়, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা কমানো সম্ভব।’ 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!