X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইমাম-মোয়াজ্জিনের বেতনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ২৩:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২৩:৪৭

 

বিজ্ঞপ্তি নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে মসজিদ তহবিলের নামে ১৫০ টাকা ফি আদায়ে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে অধ্যক্ষ আরও একটি বিজ্ঞপ্তি জারি করেন। এতে জানানো হয়, শুধু মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইমাম-মোয়াজ্জিনের বেতন, মসজিদ সংরক্ষণ ও মসজিদ পরিচালনা বাবদ মুসলিম শিক্ষার্থীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে।

তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) জাকির হোসেন বলেন, ‘মসজিদ তহবিলে জন্য কোনও ধরনের অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার বিধান নেই। সরকার থেকে কলেজের মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হয় না। কোনও প্রতিষ্ঠান নিয়োগ দিলে তাদের অভ্যন্তরীণ আয় থেকে তা মেটাতে পারেন। কিন্তু, শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেন না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদা আদায়ের বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ২৫ জুন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ চন্দ্র দত্ত শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা ফি আদায়ের ব্যাখ্যা দেন।

ব্যাখ্যায় তিনি বলেন, ‘মুসলিম ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত অতিরিক্ত ১৫০ টাকা মসজিদের তহবিল বাবদ নেওয়া হয়। অমুসলিম ছাত্রছাত্রীদের জন্য মসজিদ তহবিল ফি বাবদ কোনও টাকা নির্ধারণ করা হয়নি। মসজিদ তহবিল ফি নির্ধারণ নতুন কোনও বিষয় নয়। ইতোপূর্বেও মসজিদ তহবিল ফি অন্যান্য সরকারি কলেজের মতো সাতকানিয়া সরকারি কলেজেও নির্ধারণ করা হয়েছিল। মসজিদ তহবিল বাবদ প্রাপ্ত টাকা থেকে মসজিদের ইমাম-মোয়াজ্জিনের বেতন, মসজিদ সংরক্ষণ ও মসজিদ পরিচালনা বাবদ যাবতীয় খরচ নির্বাহ করা হয়।’

মসজিদ তহবিল বাবদ টাকা নেওয়ার কোনও নিয়ম আছে কিনা জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ চন্দ্র দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আসার আগে থেকেই এই কলেজে মুসলিম ছাত্রছাত্রীদের কাছ থেকে মসজিদ তহবিল ফি নেওয়া হয়। অন্যান্য সরকারি কলেজেও নেওয়া হয়। আমাকে বেকায়দায় ফেলার জন্য ফেসবুকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়া হলেও মসজিদ ফি আদায় করা হচ্ছে না। ভবিষ্যতে বাধ্যতামূলক এ ধরনের কোনও ফি আদায় করা হবে না।’

 

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া