X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিক্ষা সচিবের নির্দেশে ভিকারুননিসা নিয়ে জারি করা আগের আদেশ বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ২০:৪৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:৫২


ভিকারুননিসা নূন স্কুল বিতর্কের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ স্থগিতের আদেশ সংশোধন করলো শিক্ষা মন্ত্রণালয়। নতুন আদেশে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল রাখার কথা বলা হলেও গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিবসহ ৫ জনের বিরুদ্ধে জারি করা আদেশের পুরোটাই বাদ দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড সংশোধিত আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, প্রক্রিয়া যথাযথ না হওয়ায় নিয়োগ কার্যক্রম বাতিল করা হলো। অধ্যক্ষ নিয়োগের বিধিমালা অনুসরণ করে অধিকতর বিশ্বাসযোগ্য নিয়োগ কার্যক্রম পুনরায় আরম্ভের জন্য অনুরোধ করা হলো।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল।
ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ কমিটিতে ছিলেন প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার, সদস্য আতাউর রহমান ও সদস্য ডা. মজিবুর রহামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী এবং ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস আরা।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা বিধিমালা, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ বিধিমালাসহ সব ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছিল। এ কারণে আদেশ জারির পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ অবস্থায় বিষয়টি নজরে আসে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের। তিনি দ্রুত আগের আদেশ থেকে নিষেধাজ্ঞার অংশ তুলে নতুন আদেশ জারি করতে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দেন।
মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগের আদেশটি ঠিক হয়নি। প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে বেসরকারি লোকজন রয়েছে। তাদের সম্মানে আঘাত করার মতো। ওই অংশটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বলা হয়েছে। তারা যে আদেশ দেবেন, সেটাই হবে যথাযথ।’
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা বোর্ড যে আদেশ দিয়েছে সেখানে কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই। তাছাড়া আগের গভর্নিং বডির সেই সদস্যরা তো এখন আর সেখানে নেই।’
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এখন কার্যকর আছে এডহক কমিটি। ফলে তারাও বিধি অনুসারে অধ্যক্ষ নিয়োগ দিতে পারবে না। অথচ পূর্ণ অধ্যক্ষ নেই প্রায় ৯ বছর।


/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক