X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিকশা নিষিদ্ধের প্রতিবাদে মানিকনগরে সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ১২:৫৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৩:২০

মানিকনগরে বিশ্বরোডের একপাশে অবস্থান নেন রিকশাচালকরা ‘রাস্তা যেখানে রিকশাও সেখানে’−এই স্লোগান দিয়ে মুগদা বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করেছেন রিকশা শ্রমিকরা।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মুগদার বিভিন্ন এলাকার রিকশাচালকরা বিশ্বরোডে এসে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মুগদা থানার মানিকনগর বিশ্বরোড এলাকার একপাশের সড়কে তারা অবস্থান নিয়েছেন।

রিকশাচালক হেমায়েত হোসেন বলেন, ‘রিকশা চালিয়ে সংসার চালাই। আমাদের কাজের জায়গা ছোট করে দিলে আমরা কী খাবো। আমাদের অনেক রিকশা পুলিশ আগে থেকেই নিয়ে গেছে। এবার ঘোষণা দিয়ে সড়কে রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজের জায়গা আরও ছোট হয়ে গেছে। পুলিশও ডিস্টার্ব করে।’

তিনি বলেন, ‘আমরা চুরি করি না, কারও মাথায় বাড়ি (আঘাত) দেই না, কাজ করে খাই। আমাদের সঙ্গে কেন এমন ব্যবহার করে?’

সড়কে বসে আছেন রিকশাচালকরা হারুন নামে আরেকজন রিকশাচালক বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিকশাচালকরা সকালে জড়ো হয়ে বিশ্বরোডে এসেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করেছে। এরই মধ্যে ডিএনসিসি'র প্রগতি সরণি ও মিরপুর রোডে রিকশা নিষিদ্ধ করা হয়। অন্যদিকে, ডিএসসিসি তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করে। সেই ঘোষণা অনুযায়ী, মিরপুর রোডের গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ এবং কুড়িল বিশ্বরোড থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে রিকশা চলাচল করবে না। দুই সিটিতেই নির্দিষ্ট সড়কে রিকশা বন্ধের এই সিদ্ধান্ত আজ (সোমবার, ৮ জুলাই) থেকে কার্যকর হয়।

/এআরআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!