X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিকে গুরুত্ব দিতে হবে: ড. মশিউর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:২৭

 

 উচ্চ শিক্ষার মানোন্নয়নে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। পাশাপাশি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংকিং ও রেটিংয়ের বিষয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে ‘বিশ্ববিদ্যালয় কিউএস মাস্টারক্লাস র‌্যাংকিং ও রেটিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, ‘দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন খুবই জরুরি। মফস্বলের অনেক হাইস্কুলে কম্পিউটার ল্যাব থাকলেও কম্পিউটারে শিক্ষার্থীদের হাত দিতে দেওয়া হয় না। আমার ধারণা, প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা খুব দুর্বল। আর এ কারণেই উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে। এটাকে শক্তিশালী করতে হবে।’

গণিত, বিজ্ঞান ও ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মশিউর রহমান বলেন, ‘যদি বেসিক মজবুত না হয়, তাহলে পরে সে ভালো করবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলে বিশেষায়িত শিক্ষায় গুরুত্ব দিতে হবে। গণিত ও ভাষা শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে। শিক্ষার্থীদের যোগাযোগর দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তি যেভাবে পরিবর্তন হচ্ছে, আমরা যদি সেভাবে শিক্ষিত ও দক্ষ না হতে পারি, তাহলে এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কঠিন হবে।’

ড. মশিউর রহমান বলেন, ‘এখনকার প্রেক্ষাপটে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের র‌্যাংকিং জরুরি। কোয়ালিটির বিচারে নিজেদের ব্র্যান্ডিং করতে র‌্যাংকিং করতে হবে।’ এ ধরনের ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র‌্যাংকিং আরও ভাল করবে বলে মনে করেন ড. মশিউর রহমান।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম উন্নতমানের প্রকাশনা, গবেষণা এবং গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং বিষয়ে বলেন, ‘প্রকাশনা এবং গবেষণালব্ধ তথ্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট ও প্রকাশের ব্যবস্থা করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নতমানের গবেষণার আহ্বান জানান।

সেমিনারে বুয়েট এবং অন্যান্য সরকারি-বেসরকারি ৪৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন অংশ নেন।

প্রসঙ্গত, সারাবিশ্বের বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং সাধারণত তিনটি সংস্থা পরিচালনা করে থাকে। এগুলো হলো- কুয়াকিউরেলি সাইমন্ডস (কিউএস), টাইমস হায়ার এডুকেশন ও সাংহাই জিও টং ইউনিভার্সিটি র‌্যাংকিং সিস্টেম। এর মধ্যে কুয়াকিউরেলি সাইমন্ডস র‌্যাংকিং সিস্টেম সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। এই সিস্টেম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) ২০১৫ সাল থেকে মূল্যায়ন করছে।

 

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী