X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নুসরাতের মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৪:৪১আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৫:২০

নুসরাত হত্যা মামলা নুসরাত জাহান রাফির ঘটনায় ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পি কে এনামুল করিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে জনপ্রসাশন ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (১৫ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এছাড়াও নুসরাত হত্যা মামলার মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যানের নিস্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এনামুল করিমের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—তাও জানতে চেয়েছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব,শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ পুলিশের আইজিপিকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটের শুনানিকালে একটি জাতীয় দৈনিকে ‘নুসরাত হত্যায় এডিএম এনামুলের ভূমিকা: পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন মন্ত্রণালয়ের’ শিরোনামে প্রকাশিত সংবাদ আদালতে উপস্থপনা করা হয়। ২১ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ৪ এপ্রিল নুসরাত ও তার মা অধ্যক্ষ সিরাজের বিচার চাইতে যান এডিএম এনামুল করিমের অফিসে। তিনি ঘটনাটি চেপে যেতে বলেন নুসরাতকে।

এনামুল তাদের বলেন, ‘এখন কেন এসেছেন? আপনারা তো মামলা করে ফেলেছেন। মামলা করার আগে এলে দেখতাম,কী করা যায়।’

নুসরাতকে তিনি বলেন, ‘প্রিন্সিপাল খারাপ,সবাই জানে। তুমি তার কাছে গেছ কেন? যখন গেছ,তখন হজম করতে পারলে না কেন? তোমার বাবাকে মাদ্রাসায় বসানোর জন্য এ রকম নাটক সাজিয়েছ?’ 

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে সে মারা যায়।

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ