X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
নথি জাল

তিন আসামির জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ২১:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৪১

হাইকোর্ট মামলার মূল এজাহার জালিয়াতি করে দাখিল করায় তিন আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন আসামির নাম রানা বেপারী, তন্নী বেগম ও রুনু বেগম। পাশাপাশি ওই তিন আসামিসহ মামলার তদবিরকারী আসাদ মোড়ল ও খুলনার আদালতের আইনজীবীর সহকারী আইয়ুব আলীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই মামলায় সুমন নামের আরেক আইনজীবীর জামিন শুনানিকালে সোমবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র এই জামিন জালিয়াতির সঙ্গে জড়িত। এই চক্র বিভিন্ন সময় বিভিন্ন আদালতে জাল নথি দিয়ে জামিন নিচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
এর আগে খুলনায় তিন হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন ওই তিন ব্যক্তি। পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। কিন্তু জামিন আবেদনের সঙ্গে দাখিল করা মামলার এজাহারে ইয়াবা উদ্ধারের কোনও তথ্য ছিল না। মূল এজাহার জালিয়াতি করে পাল্টে দেওয়া হয়েছে। আর এই তথ্য গোপন করেই তারা গত ১৭ জুন হাইকোর্ট থেকে জামিন পান।
এরপর একই মামলার আরেক আসামি সুমন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। কিন্তু এই আবেদনের সঙ্গে থাকা অন্য তিন আসামির জামিনের আদেশ পর্যালোচনা করে হাইকোর্ট দেখতে পান যে, জাল নথির মাধ্যমে এর আগে তিন আসামি জামিন পেয়েছে। এরপরই তাদের জামিন আদেশ রিকল করে আদালত। ওই রিকল আবেদনের ওপর শুনানি করে হাইকোর্ট আসামিদের জামিন বাতিল করে তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৬ মার্চ খুলনার ডমুরিয়া থানা পুলিশ তিন হাজার পিস ইয়াবাসহ রানা বেপারী, তন্নী বেগম ও রুনু বেগমকে গ্রেফতার করে। পরে তাদের আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। তবে জাল নথি দাখিল করে জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পায় আসামিরা। বিষয়টি নজরে আসায় হাইকোর্ট তাদের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।

 

/বিআই/আর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা