X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দাবি মেনে নেওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৭:০৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:০৮

 

অবরোধ প্রত্যাহারের পরের ছবি

দুই দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলন থেকে সরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনে ছিলেন তারা৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।

আন্দোলনে থাকা শিক্ষার্থী আবু বকর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন৷ 

তাদের দাবিগুলো হলো- যারা পরীক্ষায় ফেল করেছে, তাদের মান্নোয়নের সুযোগ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শিথিল করে জিপিএ ২ এর নিচে থাকা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে হবে৷ 

সকালের অবরোধের ছবি

প্রক্টরের সঙ্গে বৈঠক শেষে  আন্দোলনকারী শিক্ষার্থী আবু বকর বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের মূল দাবি ছিলো মূলত একটি৷ ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থীরা গণহারে ফেল করেছে৷ সেখানে অনুত্তীর্ণ হওয়ার সংখ্যা বেশি৷ আমরা বৈঠকে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদের জন্য যেন একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়৷ যাতে তারা একটি বছর পিছিয়ে না পড়ে৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর বরাত দিয়ে এই শিক্ষার্থী আরও বলেন, 'স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন৷ তিনি বলেছেন শিক্ষার্থীদের কোনও সেশনজট হবে না এবং এটি সম্পর্কে অতিদ্রুত নোটিশবোর্ডে জানিয়ে দেওয়ার আশ্বাস দেন৷ তাই আমরা আজকে আন্দোলন থেকে সরে যাচ্ছি৷ তবে সঠিক সময়ে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি ৷

এর আগে, সকাল ১১টা থেকে টানা প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীরা।

 

 

/এএইচ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়