X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সম্পর্কগুলো অনেক বেশি আস্থাহীনতার ওপর দাঁড়িয়ে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক জোবায়দা নাসরীন বলেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিগত এক বছরে শিশু ধর্ষণের হার যেভাবে বেড়ে গেছে, সে জায়গা থেকে বলতে গেলে আমাদের সম্পর্কগুলো অনেক বেশি আস্থাহীনতার ওপর দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন। আজকের বৈঠকির শিরোনাম  ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, এক সময় সমাজ আশা করেছিল যে, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক হবে আস্থার’, পরিবারে, বাবা, চাচা, মামা, সবার সঙ্গে সম্পর্ক হবে আস্থার, নির্ভরতার স্নেহ, মমতার। যে কারণে অভিভাবকরা কিন্তু সন্তানদের স্কুলে পাঠিয়ে কখনও চিন্তা করতেন না। কিন্তু, যখনই আস্থার সম্পর্কগুলো ভেঙে যায়, মানবিক সম্পর্ক বদলে গিয়ে দাঁড়ায় অর্থনৈতিক সম্পর্কে, রাজনৈতিক সম্পর্কে তখন এমন বদলে যাওয়া সম্পর্কের ওপর ভিত্তি করে সমাজে এসব ঘটনা ঘটার এক ধরনের সুযোগ থাকে।

তিনি বলেন, নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। একজন শিশু ধর্ষণের শিকার হওয়ার পর থেকে তার সঙ্গে ট্রমা সৃষ্টি করে আমাদের আরও বেশি নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান, সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। 

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হচ্ছে। 

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়