X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রাইমারি শিক্ষার জায়গায় কাজ শুরু করা দরকার: নাদিয়া রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৯:৪২আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:৪২

নাদিয়া রহমান

শিশুদের শিক্ষার প্রাথমিক ধাপ ও ট্রেনিং শিক্ষকের হাতেই শুরু বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহকারী অধ্যাপক নাদিয়া রহমান। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক  বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেছেন, ‘আমরা যখন ছোট ছিলাম, স্কুলে অনেকজন একসঙ্গে পড়েছি। সেই সময়ে সম্পর্কের মধ্যে অনেক সম্মান ছিল। শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু একই ছিল। এখনও আমরা আমাদের শিক্ষকদেরকে দেখলে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি। এই জিনিসগুলো কী একেবারেই চলে গেছে? তখন আমার কাছে মনে হয়েছে যে, আমাদের প্রাইমারি শিক্ষার জায়গায় কাজ শুরু করা দরকার। অভিভাবকদের অনেক বড় দায়িত্ব আছে, কিন্তু শিক্ষক কী বললো ওদিকে অনেক গুরুত্ব দেয় শিক্ষার্থীরা।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন নৈতিকতার জায়গা নিয়ে কথা বলি,  আমরা কিন্তু অনেক কিছু আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখে থাকি। শিক্ষক নিয়োগের দিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে। আমরা যাদের নিয়োগ দিচ্ছি, তখন এসব ব্যাপারে দৃষ্টি দেওয়া হচ্ছে কিনা, যোগ্যতার মানদণ্ডে নৈতিকতা আছে কিনা, প্রক্রিয়া মেনে করা হয়েছে কিনা, তখনই কিন্তু আবার নৈতিকতার বিষয় চলে আসে। আবার শিক্ষকদের বেতনের বিষয়ে দেখতে হবে, সেই কারণেও কিন্তু অনেক শিক্ষক ততটা যত্নশীল না। যার ফলে তারা আবার সেই কোচিং বাণিজ্য, প্রাইভেট টিউশনের দিকে যাচ্ছেন। আবার শিক্ষকদেরও কিন্তু একতরফা দোষ দিতে পারবেন না।’   

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক জোবায়দা নাসরীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হচ্ছে। 

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এই আয়োজন।

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ