X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এরিকের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না: বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২৩:৩৫আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২৩:৫৪

মায়ের সঙ্গে এরিক এরশাদ (ছবি- সংগৃহীত)

ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার মা বিদিশা। হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা বলেন, আমার ছেলেকে আটকে রেখেছে। তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি কথাও বলতে দিচ্ছে না।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

বিদিশা বলেন, স্বাভাবিকভাবে এরিকের বাবা এরশাদ মারা গেছেন। আমি মা হিসেবে তো ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাসার গেট থেকে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন)। এই সময়ে যেখানে তার মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি হচ্ছে।

কবে ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জানতে চাইলে বিদিশা বলেন, গতকাল সোমবার আমি বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলাম। কিন্তু আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। বাসার লোকজন কেউ কথা বলছেন না।

এরিক এরশাদকে প্রেসিডেন্ট পার্কে আটকে রাখা হয়েছে দাবি করে বিদিশা বলেন, কিন্তু কী অবস্থায় সে আছে, কিছুই বুঝতে পারছি না। তার সঙ্গে কীভাবে দেখা করা যায় এখন সেই চেষ্টায় আছি।

কারা ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না জানতে চাইলে বিদিশা বলেন, এখনও জানি না কারা আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না।

রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, রাজনীতি নিয়ে এখন আমি ভাবছি না। আমার কাছে এখন ছেলের বিষয়টিই আগে।

এরশাদ ও বিদিশা দম্পতির একমাত্র ছেলে এরিক এরশাদ। তার বয়স এখন ১৮ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা