X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় পাসের হার কমলেও সন্তুষ্ট কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৪:৪০

 

 ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯৯.৩২ ভাগ। এ বছর মোট এক হাজার ৯২৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৭৫ জন জিপিএ ফাইভ পেয়েছে। গত বছর পাসের হার ছিল ৯৯.৭৮ ভাগ। এ বছর অকৃতকার্য হওয়া পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এবার মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৩৮৩ জন অংশ নেয়। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৯৬ জন, মানবিকে ২৫৮ জনের মধ্যে ১৯ জন এবং বাণিজ্যে ২৮৪ জনের মধ্যে ৬০ জন জিপিএ ফাইভ পেয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে জিপিএ ফাইভ পাওয়া সৈয়দা রিফাহ তাসফিয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান। তিনি বলেন, আব্বু-আম্মু আর শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের আগ্রহ এবং সহযোগিতার কারণে আমার আজকের এই ফল।

 জিপিএ ফাইভ পাওয়া অপর এক শিক্ষার্থী রওনক জাহান শেফা ডাক্তার হতে চান। তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় সে, দায়িত্ব অনেক। সে দায়িত্ব সে ভালভাবে পালন করতে চান শেফা।

এদিকে জিপিএ ফাইভ না পেয়ে কিছুটা অখুশি জান্নাতুল ফেরদৌস। মানবিক বিভাগ থেকে ৪.২১ পেয়েছে। তবে মা নাছিমা আক্তার তাতেই অনেক খুশি। পেশায় শিক্ষক এই মা বলেন, বাবা নেই, এক হাতে মানুষ করেছি। পরীক্ষার সময় অসুস্থ ছিল। তারপরও ফলাফল ভালো হয়েছে। মেয়ের খুশিতে আমি খুশি। তিনি বলেন, আমি চাই আমার মেয়ে শিক্ষক হোক। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়াতে চাই, চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন।

 পাসের হার কমলেও কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফলাফল আগের মতোই ভালো হয়েছে। আমাদের পরীক্ষা, খাতা দেখা ও রেজাল্ট পদ্ধতি এবং শিক্ষক ও অভিভাবকদের চেষ্টায় এই ফলাফল পেয়েছি আমরা।

তিনি আরও বলেন, ভালো ফলাফল পেতে হলে কলেজের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুবই কড়াকড়ি করি এইক্ষেত্রে।

প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী অসুস্থ থাকায় এবার পাসের হার কমে গেছে বলে জানান তিনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৭১.০৯ শতাংশ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের www.dhakaeducationboard.gov.bd এবং www.educationboard.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট শিটের সফট কপি পাঠানো হবে। বোর্ড থেকে ফলের হার্ডকপি সরবরাহ করা হবে না। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসের মাঝামাঝি।

 

আরও পড়ুন:

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
মোবাইলে ফল জানা যাবে যেভাবে

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…