X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিভার প্রতিস্থাপন করা সেই মা-ছেলে বাড়ি ফিরবেন আগামীকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২১:২১আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৩



মা রোকসানা বেগম ও ছেলে সিরাজুল ইসলাম ছেলে সিরাজুল ইসলামকে লিভার দিয়ে বাঁচিয়ে তোলা সেই মা রোকসানা বেগম হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই)। একইসঙ্গে তার ছেলেও বাড়ি ফিরবেন। বুধবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য জানান, আগামীকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দেওয়া হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০ বছর বয়সী তরুণ সিরাজুল ইসলামের লিভারের প্রতিস্থাপন করা হয়েছে। তাকে লিভার ডোনেট করেছেন তার মা। তারা দু’জনই সুস্থ আছেন।’

এরআগে, গত ২৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপন করা হয়। ওইদিন, ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লিভার প্রতিস্থাপনের কার্যক্রম চলে। বিএসএমএমইউ-এর হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ প্রায় ৬০ জনের একটি দল এই কার্যক্রমে সেদিন অংশ নেয়।

তবে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম লিভার প্রতিস্থাপন হলেও দেশের ইতিহাসে এটি পঞ্চম। এর আগে ল্যাবএইড ও বারডেম হাসপাতালে চারজন রোগীর লিভার প্রতিস্থাপন করেছিলেন চিকিৎসকরা।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!