X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রিয়া সাহার মিথ্যাচার ক্ষমার অযোগ্য: কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ২০:২৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৩

প্রিয়া সাহার মিথ্যাচার ক্ষমার অযোগ্য: কাজী রিয়াজুল হক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছেন, তা ক্ষমার অযোগ্য ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এটা পরীক্ষিত ও প্রমাণিত। সব সময়ই এটা আমরা দেখেছি। এরকম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি (প্রিয়া সাহা) একটি মিথ্যাচার তিনি করলেন, আমার মনে হয় তিনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন।’

শ‌নিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লা‌বের জহুর হোসেন চৌধুরী হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত ‘ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কাজী রিয়াজুল হক আরও বলেন, ‘প্রিয়া সাহা কীভাবে সেখানে গেলেন, সেটা আমি জানি না। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের জয়েন্ট সেক্রেটারি। আমরা তো তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা তা দেননি। এটা কীভাবে করা হয়েছে সেটা বুঝতে পারি না। তাদের (হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের) প্রতিবাদ করতে অসুবিধা কোথায়? এতো বড় একটা মিথ্যাচার, সেটা বলতে তো বাধা থাকার কথা নয়। এখন উনি (প্রিয়া সাহা) কী উদ্দেশ্য করে বলেছেন, সেটা উনি জানেন। কিন্তু এটা ঠিক, ওই কথা বলার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি অনেকখানি ক্ষুণ্ন করে ফেলেছেন। এটা ক্ষতিয়ে দেখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকেও ব্যবস্থা নিতে হবে। এটা আমাদের দাবি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মো. রেজাউল হক, সহসভাপতি খান মোহাম্মাদ বাবুল প্রমুখ। 

/‌এইচএন/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!