X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের নিরাপত্তায় ‘হেলথ পুলিশ ফোর্স’ গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৭:৫৫

‘নিরাপদ কর্মস্থল আমার অধিকার, রোগীর সুচিকিৎসা আমার অঙ্গীকার শীর্ষক’ এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সবার কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর) চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন। তিনি বলেন,  ‘‘হামলাকারীদের দ্রুত প্রচলিত আইনের আওতায় এনে ‘হেলথ ‍পুলিশ ফোর্স’ গঠন করতে হবে।’’ আজ সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ কর্মস্থল আমার অধিকার, রোগীর সুচিকিৎসা আমার অঙ্গীকার শীর্ষক’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. আবুল হাসনাৎ বলেন, ‘গত এপ্রিলের পরে প্রায় ২৫টি মতো চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। যেখানে দেখেছি, অনেক হামলকারীই কোনও এক সময়ে স্থানীয় প্রভাবশালীর শেল্টার পায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

চিকিৎসকদের ওপর হামলা বিশ্বজুড়েই বাড়ছে উল্লেখ করে ডা. আবুল হাসনাৎ বলেন, ‘সম্প্রতি চিকিৎসক নির্যাতন সব জায়গাতেই আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলা বেড়েছে যেমন সত্যি, তেমনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঘটনা এখন চোখের সামনেও বেশি আসছে।’ 

চিকিৎসকের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বিএমএ, স্বাচিপ বা ড্যাবের মতো সংগঠনের ভূমিকাতে আপনারা সন্তুষ্ট কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. আবুল হাসনাৎ মিল্টন বলেন, ‘‘এফডিএসআরের জন্মই ‘ইন্ডিকেট’ করে কেন এ সংগঠনের জন্ম হলো। প্রয়োজন ছিল বলেই এই সংগঠনের জন্ম। আমাদের চিকিৎসকরা মনে করেছেন, তারা কর্মস্থলে অনিরাপদ এবং তাদের পক্ষে পর্যাপ্ত কথা বলা হচ্ছে না।’’ তিনি আরও বলেন, ‘‘তাই সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির বিষয় নয়, আমরা মনে করেছি এ বিষয়টিকে ‘হাইলাইট’ করে কথা বলার মতো একটি সংগঠন দরকার।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের দফতর সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. আসাদুজ্জামান রিন্টু, অধ্যাপক ডা. এমএ সালাম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা. নোমান চৌধুরী, ডা. জাহিদুর রহামন, ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. ওমর ফারুক লপ্তি, ডা. সোহেল মাহমুদ, ডা. নাজমুল হোসেন নিপু প্রমুখ।

/জেএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া