X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৮:৪২আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৩৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংবাদ সম্মেলন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহের শামিল দাবি করে এই বক্তব্যের জন্য তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য একটি বড় ষড়যন্ত্র মনে করছি। তাই দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা হোক।’
লিখিত বক্তব্যে সুব্রত পাল বলেন, ‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা এই অভিযোগ বাস্তবসম্মত নয়। ‘৩৭ মিলিয়ন অর্থাৎ তিন কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে’-এ তথ্য বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কাছে বিচার চাওয়া মা‌নে দে‌শের ভাবমূ‌র্তি নষ্ট করা। তাই আমরা সম্মিলিতভাবে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশের স্বাধীনতাকে রুখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ধূলিসাৎ করতে একটি প্রতিক্রিয়াশীল অপশক্তি দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভূলুণ্ঠিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে।’
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রিয়া সাহাকে বক্তব্য দেওয়ার প্ররোচনাকারী গোষ্ঠী ও ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও প্রমুখ।

/এসও/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা