X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রা শুরু করলো হিমালয় এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ২২:১৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:১৮

হিমালয় এয়ারলাইনস চালু উপলক্ষে শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠান ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট শুরু করেছে নেপালের হিমালয় এয়ারলাইনস। সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে প্রথম ফ্লাইট ১৫০ জন যাত্রী নিয়ে নেপাল থেকে ঢাকায় আসে। ফিরতি ফ্লাইটে দুপুর ২টা ‌১০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে নেপালে যায়। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ঢাকায় আসেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন প্রতিমন্ত্রী ধন বাহদুর বুধা, মন্ত্রণালয়ের সচিব মোহন কৃষ্ণ, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, নেপাল টুরজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিপক রাজ জোসি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধন বাহদুর বুধা বলেন, বাংলাদেশ ও নেপালে মধ্যে পর্যটন, বাণিজ্যসহ নানা খাতে বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। হিমালয় এয়ারলাইনসের ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাণিজ্য ও পর্যটন খাত আরও গতিশীল হবে।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। হিমালয় এয়ারলাইনসের ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে হিমালয় এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্ট বিজয় শ্রেষ্ঠ বলেন, হিমালয় এয়ারলাইনস সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কাঠমান্ডু রুটে এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। উড়োজাহাজটিতে ১৫০টি ইকোনমি আসন ও আটটি প্রিমিয়াম ইকোনমি ক্লাস আসন রয়েছে। নেপাল থেকে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১০ মিনিটে ফ্লাইট নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।

 

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী