X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিটি করপোরেশন ব্যবস্থা নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৫:২১আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৫:২৭

 ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডেঙ্গু প্রধানত ঢাকা শহরে সীমাবদ্ধ ছিল। সে সময়ে ঢাকায় এডিস মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। অথচ দুই সিটি করপোরেশনের মেয়র, সংশ্লিস্ট কর্মকর্তারা এবং সরকারের অন্য দায়িত্বশীলরা বাগাড়ম্বর করে মশা মারার ঘোষণা দিলেও তাদের কথা এবং কাজের সর্ম্পক ছিল পবর্তের মূষিক প্রসবের মতো। মেয়ররা কী ভেবেছিলেন যে তাদের কথাতেই মশা মরবে বলে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৩ জুলাই) পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তারঃ জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ প্রশ্ন তোলেন।

রাজধানীর কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যালয়ে আলোচনা সভাটি ‍অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া বক্তারা শিগগিরই ডেঙ্গু প্রতিরোধে একটি জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেক্ষেত্রে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো ডেঙ্গুপ্রবণ দেশগুলো থেকে সহযোগিতা গ্রহণ করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, এই জাতীয় কর্মপরিকল্পনায় সব স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যুক্ত করতে হবে। তাদেরকে নিজ নিজ ফোরামে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

ডেঙ্গু প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে থাকা মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রয়োজনে সেনা-নৌ-বিমান বাহিনী এবং বিজিবিকেও এই কাজে যুক্ত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পরপর দুই দিনের অভিযানে সারাদেশ থেকে এডিস মশার চারণভূমি ধ্বংস করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুজ্বরের টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় অর্থ বরাদ্দ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রণোদনা দেওয়ারও ব্যবস্থা করতে হবে। আমরা চাই না ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের দেশে জরুরি অবস্থা ঘোষিত হোক।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, সিটি করপোরেশন কেবল সচেতনতা তৈরির জন্য শোভাযাত্রা করে যাচ্ছে। কিন্তু সচেতনতাতো তৈরি করা সিটি করপোরেশনের কাজ না। তাদের কাজ মশা মারা, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, নাগরিকদের সেবা দেওয়া। মশা মারার ওষুধ অকার্যকর হবার কথা সিটি করপোরেশনকে আরও আগেই জানানো হয়, তাহলে তারা এতদিন কি করেছেন সে প্রশ্নও তোলেন অ্যাডভোকেট মাহবুবুল আলম।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও অন্দোলনের সভাপতি আবু নাসের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি