X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ নিহতের দুই বছর পর চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২০:১০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:২২

গ্রেফতার নুরুল আমিন

রাজধানীর পল্টনে প্রাইভেটকারের চাপায় হরিদাস গোপ নামে বৃদ্ধ গোয়ালা নিহতের দুই বছর পর আসামি মো. নুরুল আমিনকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া প্রাইভেটকারের চালক নুরুল আমিন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার মাছিমপুর গ্রামের মৃত সালামত উল্লাহের ছেলে।

গোয়ালা হরিদাস গোপ গাজীপুরের কালিয়াকৈরের সাদল্লাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৭ সালের ১৩ আগস্ট সকাল ৯টার দিকে পল্টন থানার বঙ্গবন্ধু এভিনিউ রোডে সোনালী ব্যাংকের সামনে বেপরোয়া গতিতে আসা এলিয়ন প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩৯-২৮০১) চাপায় নিহত হন তিনি। ওই দিন নিজের তৈরি ঘি বিক্রি করতে পল্টনে আসেন হরিদাস গোপ। রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দিয়ে ঘটনাস্থলে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় চালক নুরুল আমিন।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, হরিদাস গোপ নিহতের ঘটনায় তার ছেলে গৌতম গোপ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এলিয়ন প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক নুরুল আমিনকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে ঘটনার তদন্তের পর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। এরপর আদালত অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘আদালতের নির্দেশে আমরা মামলাটির তদন্ত শুরু করি। জব্দ হওয়া প্রাইভেটকারের মালিক শাহ আলমকে জিজ্ঞাসাবাদে চালকের একটি অস্পষ্ট জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া যায়। এরপর আসামি নুরুল আমিনের আগের কর্মস্থল থেকে তার একটি স্পষ্ট জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া হয়।’

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘পরিচিতদের মাধ্যমে নুরুল আমিনের সন্ধান পাওয়া গেলে গতকাল (সোমবার) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বাবর রোড জহুরা মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি