X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক কর্নার চালু করবে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ০৬:৩৭আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৬:৩৯

প্রয়োজনে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক কর্নার চালু করবে বিএসএমএমইউ প্রয়োজন হলে ডেঙ্গু রোগীদের জন্য কেবিন ব্লকের নিচতলায় আলাদা কর্নার চালু করা হবে। এমনটাই জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে ডেঙ্গুজ্বর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডেঙ্গুজ্বরের চিকিৎসায় চিকিৎসকদেরকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে সাম্প্রতিক ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রস্তুত আছেন। যদিও ডেঙ্গুর কারণে কয়েকটি মৃত্যুর খবর শোনা যাচ্ছে তবে অন্য রোগ বা সমস্যা না থাকলে শুধু এর কারণে রোগীর মারা যাওয়ার কথা নয়।

ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, এখন জ্বর নিয়ে কোনও রোগী চিকিৎসকের কাছে এলে ডেঙ্গু ধরে নিয়ে সে অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

তিনি বলেন, সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত হলে এবং রোগীকে অযাচিত ও অযৌক্তিক ওষুধ না দিয়ে বিশ্রাম ও প্রয়োজনীয় খাবার যেমন তরল, ফলের রসের মতো নানা ধরনের খাবার খেতে দিলে সাধারণভাবে রোগী সুস্থ হয়ে যাবেন। তবে একইসঙ্গে কোনও রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হচ্ছে জানা গেলে তার সঠিক রক্ত সঞ্চালন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হবে। এটা করা হলে শুধু ডেঙ্গুর কারণে রোগীর মৃত্যুর কোনও কারণ নেই।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা মশা নিধনে সক্ষম হবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা অতীব জরুরি।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএসএমএমইউতে ৪৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে বর্তমানে আছেন ১৩ জন। তবে প্রতিদিন বেশকিছু সংখ্যক রোগী হাসপাতালের বহির্বিভাগে সেবা নিচ্ছেন।

মেডিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিলন মিয়া সরকার বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯৫ শতাংশ রোগীর ভর্তি হওয়ার প্রয়োজন নেই। জ্বর থাকলে বুঝতে হবে রোগী ততক্ষণ নিরাপদে আছেন, তবে প্রধান সমস্যা দেখা দেয় জ্বর কমে যাওয়ার পর। তখন রক্তচাপ কমে যাওয়াসহ নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সময়ে রোগীর যথাযথ চিকিৎসা সেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।

পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক ডেঙ্গু প্রতিরোধে দিনের বেলা মশারি টানিয়ে ঘুমানো ও মশা নিধনের ওপর গুরুত্বারোপ করেন।

/জেএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন