X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সাত কলেজ বাতিলের বিষয়ে শিক্ষকদের কী মত

সিরাজুল ইসলাম রুবেল
২৭ জুলাই ২০১৯, ১২:১৩আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৪:২৯

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ (ফাইল ফটো) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সরকারি সাত কলেজ বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৩ জুলাই) সাত কলেজ নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বেশ কয়েকজন শিক্ষক বাংলা ট্রিবিউনের কাছে এ মত প্রকাশ করেন।
শিক্ষকরা বলছেন, কোনও বিবেচনা ছাড়াই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অনেক শিক্ষক বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই প্রয়োজন মেটাতে পারছেন না, সেখানে সাত কলেজের আড়াই লাখ শিক্ষার্থীর প্রয়োজন কীভাবে মেটাবেন। এই সাত কলেজ নিয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন অনেকে।
ড. সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কলেজগুলোকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপর তড়িঘড়ি করে কোনও আলোচনা ছাড়াই সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো যা আমাকেও বিস্মিত করেছে। কারণ এ সাত কলেজের আড়াই লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সে সক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ছোট, বিভাগ ও অনুষদগুলো পর্যাপ্ত নয়। আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের পক্ষে হাজার হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ করা বাড়তি চাপ হয়ে যায়। তাই এর সমাধান হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই রাখা ভালো হবে। কিন্তু এটি কীভাবে করা হবে সেটিই ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই কলেজগুলোর শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, কিন্তু মান কি বেড়েছে? বরং উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। সাত কলেজের শিক্ষার্থীরা যে ধরনের পরীক্ষা দেয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তো এক নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর এতে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। ফলে শিক্ষকদের গবেষণা এবং শিক্ষার্থীদের একাডেমিক বিষয়ে মনোনিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এর স্থায়ী সমাধান করতে হলে সাত কলেজকে বাদ দিতে হবে।’
ড. আনিসুজ্জামান এ বিষয়ে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করলে সাত কলেজের সমস্যার সমাধান হবে না। এটি একটি প্রক্রিয়ার অংশ। সমস্যা সমাধানে তো সময় লাগবে। এই কলেজগুলো তো সরকারের সিদ্ধান্তেই অধিভুক্ত হয়েছে। এখন যদি বাদ দিতে হয়, তাহলে সরকারই সিদ্ধান্ত নেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘সাত কলেজের অধিভুক্তি বাতিলের জন্য শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা অত্যন্ত যৌক্তিক। এই সাত কলেজ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে। কিন্তু এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকমতো পরিচালনা করতে পারছে না। তাই আলাদাভাবে দেখভাল করার জন্য, মান উন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য (আ আ ম স আরেফিন সিদ্দিক) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদের দ্বন্দ্বের কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সামান্য সুবিধা লাভের আশায় এই সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রয়োজন সেটাই তো আমরা মেটাতে পারছি না। এখানে (বিশ্ববিদ্যালয়ে) পরীক্ষার ফলাফল কখন হয়, প্রশাসনিক সক্ষমতার কী অবস্থা, হলগুলো কী অবস্থায় রয়েছে তারই তো ঠিক নেই। তাই কেন হাজার হাজার শিক্ষার্থীর দায়দায়িত্ব নেবে প্রশাসন। হ্যাঁ, নেওয়ার পর যদি কোনও অসুবিধা সৃষ্টি না হতো তাহলে একটা কথা ছিল। কিন্তু আমরা তো দায়িত্ব নিতে পারছি না। সাত কলেজের শিক্ষার্থীদের অনেক অভিযোগ রয়েছে- আমরা পরীক্ষার খাতা ঠিকমতো দেখছি না। ফলাফল সময় মতো দিচ্ছি না। এ রকম নানা অভিযোগ আছে তাদের। অবিলম্বে সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করা হোক। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে এই সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন করা যায় কিনা তা ভেবে দেখা উচিত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘সাত কলেজ পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের জনবল, অবকাঠামো এবং অভিজ্ঞতার কিছুটা স্বল্পতা আছে। বিশ্ববিদ্যালয় সক্ষমতা অর্জনে দিকে যাচ্ছে। অন্যদিকে, সরকারও সাত কলেজের ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে ভাবছে। সব মিলিয়ে অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে যথোপযুক্ত সমাধান বা শিক্ষার্থীদের ভোগান্তি যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবে।’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে তিনি আরও জানান, ‘শিক্ষামন্ত্রী আগামী মাসের প্রথম সপ্তাহে সাত কলেজের বিষয় নিয়ে বসবেন। কীভাবে এর একটি সুষ্ঠু সমাধান করা যায় তা জানাবেন।’
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এদিকে অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যার ইতিবাচক সমাধান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (২৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু সমাধানের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধানে ইতিবাচক পথে এগোচ্ছি৷ এ বিষয়ে ছাত্র প্রতিনিধি, উপ-উপাচার্য, ডিন, প্রাধ্যক্ষদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ দিতে বলেছি৷’

সাত কলেজের সমস্যা সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাত কলেজের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনও মন্তব্য নেই ৷ যারা সাত কলেজের দায়-দায়িত্ব নিয়েছে তাদের কাছ থেকে জানতে চান৷ আমি কখনও সাত কলেজ নিয়ে কোনও বক্তব্য দেবো না।’ 

আরও পড়ুন: ৭ কলেজের অধিভুক্তি বাতিল নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

                 ৭ কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে কাল থেকে টানা আন্দোলন

               

 

 

/ওআর/
সম্পর্কিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
উচ্চশিক্ষার মানের বৈষম্য নিরসনের আহ্বান ইউজিসির
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...