X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

উত্তরায় রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনিয়মের অভিযোগ ফ্ল্যাট মালিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ২১:১৫আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১৯

উত্তরায়  রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্পের ধীরগতি ও অনিয়মের অভিযোগে ফ্ল্যাট মালিকদের মানববন্ধন

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মেগা প্রকল্পে বিভিন্ন অনিয়মের কারণে কাজে ধীরগতি এবং প্রকল্পে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান রয়েছে বলে অভিযোগ করেছেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি।

শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকা শহরে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আবাসন প্রকল্প গ্রহণ করেন। কিন্তু বাস্তবে বিভিন্ন অনিয়মের কারণে কাজ সেভাবে এগোচ্ছে না এবং প্রকল্পে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান রয়েছে।

তারা আরও বলেন, বরাদ্দ প্রাপ্তদের সঙ্গে রাজউকের সম্পাদিত চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট সম্পূর্ণ ব্যবহার উপযোগী করে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়সীমার আড়াই বছর পার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ফ্ল্যাট প্রাপ্তদের বসবাসের উপযোগী করে বুঝিয়ে দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত বরাদ্দপ্রাপ্তদের পক্ষে আমরা বিভিন্ন সময়ে নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে বলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। কিন্তু সেগুলো যথাযথ তদন্ত করে ব্যবস্থা না নিয়ে শিডিউল বহির্ভূত কর্মকাণ্ডে নিম্নমানের মালামাল ও যন্ত্রপাতির ব্যবহার অব্যাহত রাখা হয়েছে।

এ সময় তারা দাবি করেন, বুয়েটের বিশেষজ্ঞ টিম দিয়ে শিডিউল অনুযায়ী কাজের মান যাচাই করা হোক। এতে যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এবং সংগঠনের সদস্যরা।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আয়নাঘর পরিদর্শনে ক্যারি কেনেডি, বন্দি জীবনের বর্ণনা দিলেন মীর আহমাদ বিন কাশেম
আয়নাঘর পরিদর্শনে ক্যারি কেনেডি, বন্দি জীবনের বর্ণনা দিলেন মীর আহমাদ বিন কাশেম
উদ্যানে দোকান বসিয়ে চাঁদাবাজি করা নেতারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী: সারজিস
উদ্যানে দোকান বসিয়ে চাঁদাবাজি করা নেতারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী: সারজিস
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর