X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

দেশে ফ্রেইটার সেবার গ্রোথ হয়েছে ১০ শতাংশ: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ০৫:৩৯আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৫:৪২

 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশের ফ্রেইটার সেবার গ্রোথ হয়েছে ১০ শতাংশ। অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধির কাজ চলছে। ফলে ফ্রেইটার সার্ভিসে বাংলাদেশের অবস্থা আরও দৃঢ় হবে।

শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর কুর্মিটোলায় একটি হোটেলে আয়োজিত ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশনের (ফাপা) ইসিএম ও এজিএম সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) আয়োজিত এই বার্ষিক কর্মসূচিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১২টি দেশ থেকে প্রতিনিধি অংশ নেন।

মাহবুব আলী বলেন, বর্তমান সরকার দেশে সিরিজ মেগা প্রকল্প হাতে নিয়েছে। দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। ফলে যাত্রী পরিবহন সেবার পাশাপশি ফ্রেইটার সার্ভিসেও বাংলাদেশের অবস্থা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, বিমানবন্দরের নিরপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এর স্বীকৃতিও দিয়েছে।

অনুষ্ঠানে ফাপা’র চেয়ারম্যান নিরাল কাদওয়াথারথি বলেন, বিমানবন্দরে অবকাঠামোগত সুবিধা বাড়লে পণ্য পরিবহণ বাড়বে। দেশের আমদানি-রফতানি বাড়বে, হবে দেশের আর্থিক উন্নয়ন। এ কারণে বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি জরুরি।

বাফার প্রিসিডেন্ট মাহবুবুল আনাম জানান, ফাপা সদস্যরা সংশ্লিষ্ট এয়ারকার্গো বিষয়ে বৈশ্বিক সংস্থার সঙ্গে অর্থপূর্ণ আলোচনার স্বার্থে প্রচেষ্টা অব্যাহত রাখে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এয়ার কার্গো সেবার উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ/অঞ্চলের সংখ্যা ১৯। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত
কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ 
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ 
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল