X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত ৩৩৬ রোগী বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১৭:৩১আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৫৭

ডেঙ্গু মশা ডেঙ্গু আক্রান্ত ৩৩৬ জন রোগী বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে চিকিৎসা নিচ্ছেন দুই জন, মৌলভীবাজারে ৯, বরগুনায় ১৪ জন, বরিশালে ২৫, চাঁপাইনবাবগঞ্জে ৭, দিনাজপুরে ৫, যশোরে ২২, কিশোরগঞ্জে ৩৬ জন, বগুড়ায় ৫৬, সিরাজগঞ্জে ৯, নীলফমারীতে ৬, মানিকগঞ্জে ২৩, মাগুরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঝিনাইদহে ১০, জামালপুরে ১৪, চাঁদপুরে ৭৩, বাগেরহাটে ৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, রাঙামাটিতে ১ ও মাদারীপুরে ১৩ জন। এদের মধ্যে বেশিরভাগ ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় ফিরে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ক‌ুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে ফিরে এসে চিকিৎসা নিচ্ছেন দুই ডেঙ্গু রোগী। ২৭ ও ২৮ জুলাই দুই দিনে দুই রোগী কুড়িগ্রাম জেনারেল হ‌াসপাতালে ভর্তি হন। তারা হলো- নূর হোসেন ও রাশিদুল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো.জাকিরুল ইসলাম এ তথ্য জানান। জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে এনএস-১ এন্টিজেন শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই। তবে ডেঙ্গু আক্রান্ত রোগী এলে তার চিকিৎসা সুবিধা এখানে রয়েছে।’

মৌলভীবাজার প্রতিনিধি জানান, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন। মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যমতে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯জন। এদের মধ্যে ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন মৌলভী পলি ক্লিনিকে ও ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকি ২ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন।

বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনায় ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। আক্রান্তদের মধ্যে ছয় জন বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৪ জনকে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন। এরমধ্যে ছয়জন ঢাকা থেকে বরগুনায় ফিরেছেন। বাকিরা এলাকায় আক্রান্ত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি জানান, ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসে চিকিৎসা নেওয়ায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বরিশালে শনিবার শেরেবাংলা মেডিক্যালে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২৮ জুলাই) ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২৫ জনে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ ও পাঁচ জন নারী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘এদের মধ্যে ৬ জন পুরষ ও একজন নারী। এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গু জীবানু বহন করে এনেছেন। তবে ৭ জনেরই অবস্থা এখন পর্যন্ত ভালো। এখন পর্যন্ত জেলায় কোনও ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়নি।’ আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার জানান, ‘জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তের জন্য কোনও ব্যবস্থা নেই।’

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৩ জন। হাসপাতালের পরিচালক আবু মো. খইরুল কবির জানান, ডেঙ্গু রোগী শনাক্তকরণের প্রয়োজনীয় যন্ত্র নেই। চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

যশোর প্রতিনিধি জানিয়েছেন, যশোর জেনারেল হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে রবিবার (২৮ জুলাই) পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। ছাড়পত্র নিয়েছেন ৯ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এরা সবাই ঢাকা থেকে ফেরত।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। রবিবার সকাল থেকেই জেলার প্রতিটি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৯৩ জন রোগী প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের মধ্যে ৩২ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও ২৫ জনকে বাজিতপুরের ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের কোনও লক্ষণ না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল তত্বাবধায়ক সুলতানা রাজিয়া জানান, এখন পর্যন্ত কিশোরগঞ্জে স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রভাব পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ এখন অনেক সচেতন। একটু জ্বরের প্রাদুর্ভাব হলেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে আলাদা একটি কর্নার করে দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, আক্রান্ত রোগীদের ডেঙ্গু রোগের উৎপত্তি কিশোরগঞ্জ নয়। তারা প্রায় সবাই ঢাকা থেকে বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, বগুড়ায় রবিবার (২৮ জুলাই) বিকাল পর্যন্ত ডেঙ্গুতে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয় নারীসহ ৩৬ জন চিকিৎসাধীন। ইতোমধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ছয় জন উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেছেন। শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুর রহমান তালুকদার এসব তথ্য জানান।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আশিক কুমার (১৮) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আশিকের মা পারুল রানী জানান, ‘ঢাকায় মেসে থাকা অবস্থায় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। আক্রান্ত হয়েই সে দ্রুত সিরাজগঞ্জ চলে আসে। হাসপাতালের ভেতরের কর্মচারীদের ভবনে আমরা থাকি। যখনই সময় পাই, হাসপাতালে কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে দেখতে আসি।’ এছাড়া সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও বর্তমানে আশিক, রেজাউল, শেদুল, ইমন, আব্দুল হাই ও শরিফুলসহ আছেন ৬জন। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামের সুজন ও রিপন নামে দুই সহোদরকে সিরাজগঞ্জ থেকে শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজন চিকিৎসা নিয়ে অন্যত্র চলে গেছেন।

নীলফামারী প্রতিনিধি জানান, বিভিন্ন উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছয়জন রোগী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ বলেন, ‘আক্রান্ত রোগীরা মোটামুটি ভালো আছেন। এর আগে ডেঙ্গু আক্রান্ত চয়ন (২২) সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’ নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, ‘আক্রান্ত রোগীরা ঢাকার বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীলফামারী জেলা ডেঙ্গু মুক্ত রয়েছে।’

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার (২৮ জুলাই) একদিনে বাবা, মেয়ে ও স্কুলছাত্রসহ ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এনিয়ে এক সপ্তাহে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এরমধ্যে ১৯জন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হুমায়ুন নামের এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগীর চিকিৎসা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার লুৎফর রহমান জানান, রবিবার থেকে জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য রিএজেন্ট আনা হয়েছে। এখন থেকে মানিকগঞ্জ হাসপাতালেই বিনামূল্যে ডেঙ্গু রোগ শনাক্ত করা হবে।

মাগুরা প্রতিনিধি জানান, আসিফ হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা আড়াইশ বেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার বিকাশ বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত আসিফ হাসপাতালের ভর্তি হয়েছে। তাকে জরুরি বিভাগের পাশের একটি কক্ষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে গত ২২ দিনে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ১০ জন। এরমধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন এখনও ভর্তি আছেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানিয়েছেন, জেলার কোনও সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করা হচ্ছে না। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী জানান, ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট রুটিন ওষুধ নয়। এ কারণে জেলার কোনও হাসপাতালেই ছিল না। দেশে ব্যাপকহারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সবখানেই এখন রিএজেন্ট সংকট দেখা দিয়েছে।  

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর জেনারেল হাসপাতালে ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা জানান, ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ১৪ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি   রোগীরা বিভিন্ন সময় ঢাকা থেকে জামালপুরে এসে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। জামালপুরে বসবাসরত স্থায়ী কোনও বাসিন্দা এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি।

চাঁদপুর প্রতিনিধি জানান, ৭৩ জন রোগীকে ডেঙ্গু আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করেছে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পুরুষ ওয়ার্ডে ৮টি বেডের আলাদা ইউনিট করেছে বলে জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম। তিনি বলেন, আমাদের হাসপাতালে ১ জুলাই থেকে ২৮ দিনে ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। এরমধ্যে ৪৬ জন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে শনাক্ত চার ডেঙ্গু রোগীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। রবিবার সন্ধ্যায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রাঙামাটিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে ছয় জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার রাত থেকে আক্রান্ত রোগীরা পর্যায়ক্রমে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তরা সবাই রাজধানী ঢাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন। তবে হাসপাতালে আক্রন্তদের বিছায়নায় মশারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, বর্তমানে ৬জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলা ট্রিবিউন প্রতিনিধির মাধ্যমে জানার পর তিনি তাৎক্ষণিক মশারির ব্যবস্থা করার জন্য হাসপাতালের সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

রাঙামাটি প্রতিনিধি জানান, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমা চাকমা নামের একজন রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু সন্দেহে রাঙামাটি সদরের বালুখালী থেকে আয়েশা আক্তার নামে আরেক রোগী হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন আয়েশা নামের রোগীকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডেঙ্গু আছে কিনা পরীক্ষার পর বলা যাবে। রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, ‘একজন ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা বর্তমানে অনেক ভালো। তিনি ঢাকা থেকে আসা রোগী। রাঙামাটিবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করবো।’
মাদারীপুর প্রতিনিধি জানান, গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে ১৩ রোগী আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের সিভিল সার্জন শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা