X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ফেরি দেরিতে ছাড়তে বলিনি, স্যারকে সহযোগিতা করতে বলেছি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ০১:৪৪আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:০৯





তিতাস ঘোষ (ছবি: সংগৃহীত) ঊর্ধ্বতন কর্মকর্তাকে শুধু সহযোগিতার জন্য ফেরিঘাটের ম্যানেজারকে বলেছেন বলে দাবি করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমি শুধু জয়েন্ট সেক্রেটারি আবদুস সবুর মন্ডলের সঙ্গে ফেরিঘাট ম্যানেজার আব্দুস সালাম মিয়ার যোগাযোগ করে দিয়েছি। তাকে ফেরি দেরিতে ছাড়তে বলিনি। স্যারকে সহযোগিতা করতে বলেছি। চারটি ঘাটের কোন ঘাটে ফেরি আছে, সেই তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেছি।’





বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে ভিআইপির অপেক্ষায় থেকে ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা স্কুলছাত্র তিতাস ঘোষের (১১) মৃত্যু হয়। সেই প্রসঙ্গে সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে একাত্তর জার্নাল অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক এসব কথা বলেন।
অনুষ্ঠানের আলোচক অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিকের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘মন্ত্রী ও সচিবদের জন্য অনেক সময় ফেরি কর্তৃপক্ষকে বলে থাকি। কিন্তু, দেরিতে ফেরি ছাড়তে বলি না। তাদের পারাপারে সহযোগিতা করার জন্য বলি।’
ফোনে যুক্ত হওয়া কাওড়াকান্দি ফেরিঘাটের ম্যানেজার আব্দুস সালাম মিয়া বলেন, ‘ডিসি আমাকে ডেকে বলেছিলেন, তার এক স্যার যাবেন। পারাপারে সহযোগিতা কইরেন। দুপুর ১টার পর ঘাট থেকে আমি বাসায় চলে যাই। ওই সময় আমি বিষয়টি তখনকার যারা ডিউটিতে ছিল, তাদেরকে বলে গেছি। তারপর কি হয়েছে আমি জানি না।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিথিলা ফারজানা। আলোচক হিসেবে আরও ছিলেন সাংবাদিক মীর মাসরুর জামান।

উল্লেখ্য, মামাতো ভাই মিঠুন ঘোষের বিয়েতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ ওরফে অভিক। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার এ ঘটনায় মাথা ও বুকে বড় ধরনের আঘাত পাওয়ায় তাকে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। রাতেই তাকে পাঠানো হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় তিতাসকে নিয়ে ঢাকার পথে রওনা হন স্বজনেরা। রাত ৮টার দিকে কাঁঠালবাড়ি ফেরি ঘাটে পৌঁছায় তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্স। ঘাটে তখন ছিল ‘কুমিল্লা’ নামের একটি ফেরি। এ ফেরির সিরিয়াল পাওয়ার জন্য পরিবারের সদস্যরা অনেক কাকুতি-মিনতির করেন। রোগী বিবেচনা করে আধঘণ্টা পর অ্যাম্বুলেন্সটিকে ফেরিতে উঠতে দেওয়া হয়। কিন্তু, যানবাহনে ভরে যাওয়ার পরও ফেরিটি ছাড়া হয়নি। প্রশাসনের নির্দেশে একজন ‘ভিআইপি’র জন্য অপেক্ষা করে ফেরিটি। প্রায় সোয়া দুই ঘণ্টা অপেক্ষার পর সেই ‘ভিআইপি’ এলে তাকে নিয়ে রাত ১০টা ৪০ মিনিটে ফেরিটি রওনা হয়। এদিকে অসুস্থ তিতাসের অবস্থা অ্যাম্বুলেন্সেই সংকটাপন্ন হতে থাকে। ফেরি মাঝ নদীতে পৌঁছাতে না পৌঁছাতে তার মৃত্যু হয়। তিতাসের পরিবারের সদস্য এবং ফেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি