X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রিয়জনের টানে ছুটছে মানুষ, পথে জ্যাম নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৭:২৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৪৬





প্রিয়জনের টানে ছুটছে মানুষ, পথে জ্যাম নিয়ে শঙ্কা পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই রাজধানীর প্রতিটি বাস কাউন্টারে ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়। শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে একই চিত্র দেখা যায়।
বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা যায়, গত ২৬ জুলাই থেকে শুরু হয় বাসের অগ্রিম টিকিট বিক্রি। ৮, ৯ ও ১০ আগস্টের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। তাই এই দিনগুলোর টিকিট বিক্রি শেষ হয় সবার আগে।
বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীদের দীর্ঘ লাইন। জায়গা সংকুলান না হওয়ায় কেউ কেউ কাউন্টারের সামনে কোনোরকমে বসার জায়গা করে নিয়েছে। সিঁড়ি-মেঝে কোথাও ফাঁকা নেই।
কল্যাণপুরে শ্যামলী পরিবহনের রাজশাহী রুটের ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৮, ৯ ও ১০ আগস্টের টিকিট সবার আগে বিক্রি হয়েছে। বুধবার সকাল থেকেই যাত্রীর চাপ আছে। তবে এই চাপ বৃহস্পতিবার আরও বাড়বে বলে জানান তিনি।
কামরুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের রুটে ৫০-৬০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তবে রাস্তায় কিছুটা জ্যাম থাকায় গাড়ি পৌঁছাতে দেরি হচ্ছে। জ্যামের কারণে গাড়ি আসতে ২-৩ ঘণ্টা দেরি হচ্ছে। আজকের পর বোঝা যাবে জ্যামের প্রকৃত অবস্থা কেমন।
প্রিয়জনের টানে ছুটছে মানুষ, পথে জ্যাম নিয়ে শঙ্কা হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার একেএম রইছুল আলম সবুজ বলেন, ‘যাত্রীর ভালো চাপ আছে। তবে রোডে জ্যাম আছে। ওদিক থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো এখনও ঢাকায় পৌঁছায়নি। ঢাকায় পৌঁছাতে ৩-৪ ঘণ্টা করে সময় বেশি লাগছে।’
কথা হয় সরকারি চাকরিজীবী দেলোয়ার জাহানের সঙ্গে। যাবেন চাঁপাইনবাবগঞ্জ। বাসের টিকিটের জন্য বসে আছেন কাউন্টারের সামনে। কিন্তু টিকিট পাচ্ছেন না। তার অভিযোগ টিকিটের দাম বেশি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবো। কিন্তু টিকিট পাচ্ছি না। টিকিটের দাম চাচ্ছে বেশি। ৯ তারিখের রাতের টিকিট দরকার আমার।’
গাইবান্ধাগামী যাত্রী নোবেল বলেন, ‘আমার গাড়ি ১১টায় ছিল, কিন্তু গাড়ি নাকি আসতে দেরি হবে।’ তিনি বলেন, ‘টিকিটের দাম ঈদ আসলেই বেড়ে যায়। তবে আমি সরকারের নির্ধারিত ভাড়ায় কিনেছি। এখন বসে অপেক্ষা করছি বাড়ি যাওয়ার। বাড়িতে মা-বাবা আছে, তাদের সঙ্গে ঈদ করবো। তাই কোনও কষ্টই কষ্ট মনে হচ্ছে না।’
যাত্রীদের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) ভিজিলেন্স টিম। টিকিটের দাম বেশি রাখার অভিযোগের বিষয়ে বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা লোকজনের অভিযোগ গ্রহণ করছি, ভাড়া বেশি নিচ্ছে কিনা, তদারকি করছি। অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের মোবাইল কোর্ট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেন। তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনও অভিযোগ পাইনি।’

/এসও/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা