X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে এসে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ২০:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৮

তপন কুমার মণ্ডল রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে এসে মাদারীপুরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. সবুর মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দুই সপ্তাহ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসেন তপন কুমার মণ্ডল।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশ থেকে ১২৬ জন স্বাস্থ্য সহকারীকে ঢাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। গত ২৯ জুলাই মাদারীপুর সদর উপজেলা থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সাত জনকে ঢাকায় পাঠানো হয়। তাদেরই একজন তপন কুমার মণ্ডল।

সংশ্লিষ্টরা বলেন, ঈদের কয়েকদিন আগে তপন কুমার অসুস্থ হয়ে পড়েন। ঈদের আগের দিন অসুস্থ অবস্থায় দেশের বাড়ি যান। সেখানে ডেঙ্গু ধরা পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দ্রুত তাকে ঢাকায় আনা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) মারা যান তিনি। গত বুধবার (১৪ আগস্ট) থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে ছিলেন।

ডা. সবুর মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তপন কুমার মণ্ডল আমাদের হাসপাতালে মারা গেছেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।’

তপন কুমার মণ্ডল মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের যদুনাথ মণ্ডলের ছেলে। তার স্ত্রী, ছয় বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। 



 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী