X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৫:০৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:১৯






গতকালের তুলনায় কমেছে ডেঙ্গু রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত নতুন করে এক হাজার ৬১৫ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৭০৬ জন। অর্থাৎ গতকালের তুলনায় আজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯১ জন কম।
সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। শহর ছাড়া ঢাকা বিভাগসহ মোট আট বিভাগে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৭৩৩ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৪১৯ জন। আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৪ জন।
কন্ট্রোল রুমের কর্মকর্তা জানান, ১৮ আগস্ট যে এক হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে রাজধানীতে ৭৩৪ জন এবং বাইরে ৯৭২ জন। ১৭ আগস্ট সারাদেশে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪৬০ জন; যার মধ্যে রাজধানীতে ৬২১ জন ও বাইরে ৮৩৯ জন। ১৬ আগস্ট মোট রোগী ছিল এক হাজার ৭২১ জন; এর মধ্যে রাজধানীতে ৭৬১ জন ও বাইরে ৯৬০ জন। ১৫ আগস্ট আক্রান্ত হন এক হাজার ৯৩৩ জন; যার মধ্যে রাজধানীতে ৮১৫ জন ও বাইরে এক হাজার ১১৮ জন। ১৪ আগস্ট মোট আক্রান্ত হন এক হাজার ৮৮২ জন; যার মধ্যে রাজধানীতে ৭৫৭ জন ও রাজধানীর বাইরে এক হাজার ১২৫ জন। ১৩ আগস্ট আক্রান্ত হন এক হাজার ২০১ জন; যার মধ্যে ৬০০ জন রাজধানীতে ও বাইরে ৬০১ জন।
মাসের ভিত্তিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কন্ট্রোল রুম বলছে, শুধু আগস্টের ১৯ দিনেই মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৩৬ জন। গত জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন। জুনে ছিল এক হাজার ৮৮৪ জন। মে মাসে ছিল ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন ও জানুয়ারিতে ১৮ জন।
আয়শা আক্তার জানান, এ বছরের জানুয়ারি থেকে আজ ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৭৯৭ জন। আজ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ২৪ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত ৭০টি মৃত্যু পর্যালোচনা করে ৪০টি মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে বলে নিশ্চিত করেছেন।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া