X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
এডিস মশার লার্ভা

৯ ভবন মালিককে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৮:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:২৩

এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির অভিযান এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন ব্যবসা প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ৯টি ভবন মালিককে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার একযোগে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন নয়াপল্টনে অবস্থিত ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এডিস মশার লার্ভা পাওয়ায় ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের এস ফার্ম লিমিটেডের নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং তোপখানা রোডের ২৪/এ/বি ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর লালবাগের জগন্নাথ সাহা রোডের ১৭/১ নম্বর ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মশার লার্ভা পাওয়ায় পাঁচটি ভবন মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেন। সব মিলিয়ে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসির অভিযানে একটি বাসায় পাওয়া যায় এডিস মশার লার্ভা বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরজুড়ে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ ধানমন্ডি, সেগুনবাগিচা, তোপখানা, যাত্রাবাড়ি এলাকায় ২২৫টি বাড়ি ও ভবনে অভিযান পরিচালনা করা হয়। ডিএস‌সি‌সির পক্ষ থেকে ডেঙ্গু মশার লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য বাংলাদেশ স্কাউটস সদস্যরা এক লাখ ১১ হাজার বাসায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়