X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জন্মাষ্টমীর শোভাযাত্রায় থাকবে ‘রুফটপ সিকিউরিটি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২০:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৩০

ডিএমপি হেডকোয়ার্টার্সে সমন্বয় সভা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব  শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসব উপলক্ষে আগামী ২৩ আগস্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এবার ‘রুফটপ সিকিউরিটি’ বাড়াবে ডিএমপি। সোমবার (১৯ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এ সভাটি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ আগস্ট বিকেল ৩ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে বিকাল ৫ টায় শেষ হবে।

সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জন্মাষ্টমী  শোভাযাত্রায় ব্যাগ, পোটলা ও সাউন্ড সিস্টেম নিয়ে অংশ নেওয়া যাবে না।’

শোভাযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘শোভাযাত্রা চলাকালীন রাস্তা সংলগ্ন রুফটপ ডিউটি জোরদার করতে হবে, কোনও অবাঞ্চিত ব্যক্তিকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেওয়া যাবে না,  বিভিন্ন স্থান হতে শোভাযাত্রায় আগত ট্রাক ও পিকআপকে সুইপিং করতে হবে।  আয়োজক কমিটি কর্তৃক পরিচয়পত্র সংবলিত পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।’

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও  ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ