X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাবার কোলে আর ওঠা হবে না আরিয়ানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ০১:১৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০১:২১

ডেঙ্গুতে প্রাণ গেল শিশু আরিয়ানের ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল ৮ বছরের শিশু মো. আবরার হক কাওসার আলী শেখ আরিয়ান। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে চিরবিদায় নেওয়ার আগে বাবার কাছে তার শেষ আকুতি ছিল কোলে ওঠার। তবে বাবা তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারেননি। সন্তানকে শেষ সময়ে একটু কোলে তুলে নিতে না পারার কষ্ট নিয়ে বিলাপ করে কথাগুলো বলছিলেন বাবা মো. মাহতাব আলী শেখ।

ঢাকার শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আরিয়ান বিকালে মারা যায়। রাত সাড়ে ৯টায় যখন মাহতাব আলী শেখের সঙ্গে কথা হয় তখন তিনি সন্তানের লাশ নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছিলেন। জানালেন গ্রামের বাড়িতেই আরিয়ানকে কবর দেওয়া হবে।

কবে থেকে আরিয়ান অসুস্থ জানতে চাইলে মাহতাব আলী জানান, গত শনিবার রাত থেকে আরিয়ানের জ্বর। পরদিন রবিবার রক্ত পরীক্ষার জন্য তাকে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। রিপোর্ট দিলে দেখা যায় আরিয়ানের ডেঙ্গু পজিটিভ। সেদিনই আরিয়ানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে চার দিন চিকিৎসা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসকরা জানান, ‘বাচ্চার অবস্থা সিরিয়াস, আপনারা আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করেন।’

এরপরই আরিয়ানকে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ বিকালে সে মারা যায়।

 এক ভাই এক বোনের মধ্যে আরিয়ান ছিল বড়, তার আড়াই মাস বয়সী একটি বোন রয়েছে। পেশায় গাড়িচালক মাহতাব আলী বলেন, ‘ছেলেটার সঙ্গে আজকেও কথা হইছে, কিন্তু বুঝি নাই ওটাই শেষ কথা।’ কী কথা হয়েছিল জানতে চাইলে মাহতাব আলী বলেন, ‘ছেলেটা তখন আইসিইউর বেডে, সিরিয়াস অবস্থা। ডাক্তারকে বললাম, স্যার একটু ছেলেটার সঙ্গে দেখা করতে চাই, দেখা করা যাবে। ডাক্তার দেখা করার অনুমতি দিলেন। গিয়ে দেখি, ছেলেটার মুখে অক্সিজেন লাগানো। সে অবস্থাতেই সে আমাকে বলে, আব্বু আমার অনেক কষ্ট হইতেছে, আমাকে তোমার কোলে নাও’, বলেই কেঁদে দেন মাহতাব আলী। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ‘এ কথা শোনার পর আমি ডাক্তারের দিকে তাকালাম, কিন্তু ছেলেরতো স্যালাইন লাগানো, তাকে কোলে নিবো কী করে, ডাক্তারও নিষেধ করলেন। তখন ছেলের মাথা, মুখে আদর করলাম, বললাম-বাবা ঠিক হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই আমি ওষুধ আনতে গেছি ফার্মেসিতে, তখনই ফোন, ডাক্তার আমাকে খুঁজতেছে।’

মাহতাব বলেন, ‘দৌঁড়ে আসার পর ডাক্তার বললেন, আরিয়ান যেকোনও মুহূর্তে চলে যেতে পারে, তারে রাখার মতো কোনও পরিস্থিতি নাই। ডাক্তার এ কথা বলার ১০ মিনিটের মধ্যেই ছেলেটা চলে গেল, আমার ছেলেটা আমার কোলে উঠতে চাইছিল, ছেলেটাকে কোলে নিতে পারলাম না, আর কখনও পারবো না। ছেলেকে বলছিলাম, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না’, কাঁদেন মাহতাব আলী।

ঢাকা শিশু হাসপাতাল থেকে দেওয়া আরিয়ানের ডেথ সার্টিফিকেটে দেখা যায়, আরিয়ান ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিল।

 

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…