শ্রীলঙ্কা ও ভারতে প্রশিক্ষণ সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি জেটি ত্যাগ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগের সময় নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদের বিদায় জানায়। এসময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এবং ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তমে অবস্থান করবে। সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী ও সংস্থা থেকে ২৫৭ জন সদস্য অংশ নিয়েছেন। সফরকারী নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’-এর অধিনায়ক হিসেবে রয়েছেন কমান্ডার এম জহিরুল ইসলাম। প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি আগামী ১৯ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে।