X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘সোর্স রিডাকশন অ্যান্ড ভেক্টর কন্ট্রোল ছাড়া এডিস মশা থেকে বাঁচার উপায় নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

স্বাস্থ্য-অধিদফতর ‘গত ২৪ ঘণ্টায় (৩১ আগস্ট সকাল ৮টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯০২ জন। এরমধ্যে ঢাকায় ৪০৫ জন আর ঢাকার বাইরে ৪৯৭ জন; যা গতকালের (শনিবার) চেয়ে ১৪২ জন বেশি। গতকাল এ সংখ্যা ছিল ৭৬০ জন। ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। আশা করি এটা আরও কমবে। সব মিলিয়ে ডেঙ্গু রোগী নিয়ে সব ধরনের সূচক ভালো হচ্ছে। আশা করছি সেপ্টেম্বরে এর চেয়েও ভালো গ্রাফ আমরা আপনাদের দেখাতে পারবো। তবে সোর্স রিডাকশন অ্যান্ড ভেক্টর কন্ট্রোল—এই দুটো ছাড়া এডিস মশার হাত থেকে বাঁচার উপায় নেই।’

রবিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

ডা. সানিয়া তহমিনা বলেন, ‘জুলাই মাসের শেষ সপ্তাহে রোগী বৃদ্ধি শুরু হয়েছিল। আগস্টে দুই হাজার ৪০০ পর্যন্ত উঠেছিল। কিন্তু এখন আবার জুলাইয়ের মতো চলে এসেছে রোগীর সংখ্যা। যদিও গতকালের চেয়ে আজ (রবিবার) আবার একটু বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘এখনও ঢাকার তুলনায় বাইরে রোগী বেশি, যদিও সেটা এখন নিম্নগামী।’

স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক বলেন, ‘চলতি মৌসুমের শুরু থেকে আজ (১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ হাজার ৯৭ জন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৬৫৮ জন। অর্থাৎ মোট রোগীর ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ২৫৪ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৩৪০ জন, আর রাজধানী ছাড়া ঢাকার আট বিভাগে ভর্তি থাকা রোগীর সংখ্যা এক হাজার ৮১৪ জন।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা আরও জানান, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল, হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞদের নিয়ে ডেঙ্গু ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে তাদের কাছে ১৮৫টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এরমধ্যে তারা ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছেন।

/জেএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!