X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৫০ টাকার চুক্তিতে যাত্রী তুলে প্রাণ গেলো মিলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫

ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলন মাত্র ৫০ টাকার ভাড়ার চুক্তিতে নুরুজ্জামান অপুকে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং চালক মো. মিলন তার মোটরসাইকেলে তুলেছিলেন। কথা ছিল গুলিস্তানে পৌঁছে দেওয়ার। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই অপু গলা কেটে খুন করে মিলনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার হওয়া নুরুজ্জামান অপুর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর রবিবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির মতিঝিল জোনাল টিমের একটি দল অপুকে গ্রেফতারের পর তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘২৬ আগস্ট রাতে মালিবাগ চৌধুরীপাড়া এক যাত্রীকে নামিয়ে দিয়ে পাঠাও চালক মিলন আবুল হোটেলের সামনে ছিলেন। সেখানে বসে থাকা অপু গুলিস্তান যাবে বলে মিলনকে কন্ট্রাক্ট করে। ৫০ টাকায় গুলিস্তান দিয়ে আসবে বলে তাদের মধ্যে চুক্তি হয়। এরপর ওই ব্যক্তি মোটরসাইকেলে উঠে বসে। মোটরসাইকেলটি মালিবাগ ফ্লাইওভারে ওঠার কিছুক্ষণ পর যাত্রীবেশী অপু চালককে থামাতে বলে। মোটরসাইকেল থামানোর পর সে মোটরসাইকেল থেকে নেমে যায়। অপু তখন মিলনের মোটরসাইকেলটি চালাতে চায়। এতে মিলন রাজি হননি। এরপর দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মিলনের গলায় কাটার দিয়ে টান দেয় অপু। মিলন জীবন বাঁচাতে গলা চেপে ধরে মোটরসাইকেল রেখে দৌড় দেন। এসময় অপু মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

উদ্ধার করা মোটরসাইকেল

ঘটনার পর শাহজাহানপুর থানায় মামলা করেন মিলনের স্ত্রী শিল্পী বেগম। মামলায় অজ্ঞাত আসামি ছিল। ঘটনার পর ডিবি পুলিশ তদন্ত করে। একসপ্তাহ পর যাত্রীবেশী অপুকে গ্রেফতার করেছে ডিবির মতিঝিল জোনাল টিম।

আব্দুল বাতেন বলেন, ‘এই ঘটনায় অপু একাই জড়িত। আমরা তাকে আদালতে পাঠাবো।’ অপু ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত। তবে থানায় তার বিরুদ্ধে কোনও মামলা এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং ব্যবসা যেসব প্রতিষ্ঠান করে তাদের আরও নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলেও তিনি মনে করেন।

তিনি  বলেন, ‘চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং করা উচিত না। এজন্য চালক ও যাত্রী উভয়ের ঝুঁকি রয়েছে।’

গত ২৬ আগস্ট মালিবাগ ফ্লাইওভারে মিলনকে গলা কেটে খুন করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অপু। ডিবির মতিঝিল জোনাল টিমের একটি দল অপুকে গ্রেফতারের পর তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অপু হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

আরও পড়ুন:

মালিবাগ ফ্লাইওভারে মোটরসাইকেল চালক হত্যা মামলায় গ্রেফতার ১

মোটরসাইকেলে যাত্রীবেশী দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!