X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এমিরেটসের গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮

এমিরেটসে তিন পদে নতুন নিয়োগ পেলেন তিন কর্মকর্তা

অপারেশন, বাণিজ্যিক ও আন্তর্জাতিক বিষয় বিভাগের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস। চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে নিয়োগ পেয়েছেন আদেল আল রিধা, চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) পদে নিয়োগ পেয়েছেন আদনান কাজিম। অন্যদিকে, শেখ মাজিদ আল মুয়াল্লা নিয়োগ পেয়েছেন ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ( ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

চিফ অপারেটিং অফিসার হিসেবে আদেল আল রিধা অপারেশন সম্পর্কিত সকল কার্যক্রমের নেতৃত্বে থাকবেন। তার দায়িত্বের মধ্যে থাকবে ফ্লাইট অপারেশন্স, সার্ভিস ডেলিভারি, এয়ারপোর্ট সেবা, এমিরেটস প্রকৌশল বিভাগ, ক্রু মানব সম্পদ, উড়োজাহাজ ক্রয় এবং ফ্লাইট প্রশিক্ষণ একাডেমি। এছাড়া আপদকালীন ব্যবস্থাপনাসহ এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্ক অপারেশন্সের দায়িত্বও তিনি পালন করবেন। গত ৩১ বছর যাবত তিনি এমিরেটসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আদনান কাজিম চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে এমিরেটসের বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম, ই-কমার্স, লয়্যালটি প্রোগ্রাম- এমিরেটস স্কাইওয়ার্ডস এবং এমিরেটস স্কাই কার্গোর দায়িত্বে থাকবেন। এছাড়াও তিনি এয়ারলাইন্সটির কৌশলগত পরিকল্পনা, রাজস্ব অপটিমাইজেশন দলের নেতৃত্ব দিবেন। ১৯৯২ সাল থেকে তিনি এমিরেটসে কর্মরত রয়েছেন।

নতুন ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্স শেখ মাজিদ আল মুয়াল্লা এয়ারলাইন্সের গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, পাবলিক পলিসি, রেগুলেটরি, পরিবেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ পরিচালনা ও তত্ত্বাবধান করবেন। সরকারের সঙ্গে সমঝোতা, এয়ার সার্ভিস আলোচনা এবং এমিরেটস যে সকল এভিয়েশন শিল্প সংগঠনের সঙ্গে যুক্ত সেগুলোর ফোরামে তিনি এমিরেটসের প্রতিনিধিত্ব করবেন।

 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!