X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের এবার এমসিকিউ দিতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের এবার এমসিকিউ দিতে হবে না

২০১৭ সালে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় এমসিকিউতে (নৈর্ব্যত্তিক) উত্তীর্ণ কিন্তু লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা এবার সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এনিয়ে দ্বিতীয় ও শেষবারের মতো তাদের এই সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও সনদ প্রদানকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে যে সব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।  

এর আগে, ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যত্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরে একই বছরের ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর ২০১৮ সালের ৪ জুন দেওয়া ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন। গত বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলে ২০১৭ সালের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে এবার আর এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে না।

প্রসঙ্গত, একজন পরীক্ষার্থী এমসিকিউতে একবার উত্তীর্ণ হলে মোট দুবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে বিধি সংশোধন করে বাংলাদেশ বার কাউন্সিল। সেই মতে এখন থেকে শিক্ষানবিশ আইনজীবী একবার এমসিকিউতে উত্তীর্ণ হলে মোট দুবার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে দ্বিতীয়বারের চেষ্টায় লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের পুণরায় এমসিকিউ পরীক্ষা দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে।  


 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!