X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সুস্থ আছে হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক ‘সারা’

আমিনুল ইসলাম বাবু ও আমানুর রহমান রনি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০

নবজাতক সারা জন্মের একদিন পর বাবা-মা পালিয়ে গেছেন। এখন হাসপাতালেই রয়েছে কন্যা নবজাতকটি। ইতোমধ্যে চিকিৎসকরা তার নাম দিয়েছেন ‘সারা’। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ  (ঢামেক) হাসপাতালে তার জন্ম হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবজাতক সুস্থ রয়েছে। তাকে নবজাতক বিভাগে রাখা হয়েছে। আজিমপুরের ছোটমনি নিবাসে দেওয়ার জন্য সব কাগজপত্র পাঠিয়েছি।’

শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. নাছির উদ্দিন বলেন, ‘শিশুটি সুস্থ রয়েছে। আমরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। তার শারীরিক কোনও সমস্যা নেই।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় এই নবজাতকের। জন্মের পর তার বাবা-মা ঝগড়া করে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পালিয়ে যান। খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। হাসপাতালের ভর্তি নিবন্ধন বইতে শিশুটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল লেখা রয়েছে। তাদের বাসার ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার মিরপুর। একটি ফোন নম্বর দেওয়া হলেও সেটি ঘটনার পর থেকে বন্ধ। বাবা-মা পালিয়ে যাওয়ার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশু ওয়ার্ডের একজন চিকিৎসকের আক্ষেপ, ‘পৃথিবীর কোনও সন্তানই বাবা-মা ছাড়া ভালো থাকে না। সন্তান বড় হলেও বাবা-মায়ের প্রয়োজন হয়। কিন্তু, বাস্তবতাও মেনে নিতে হয়। হয়তো সে বুঝে গেছে, তাকে এভাবেই বেড়ে উঠতে হবে।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করছি। তবে, এখনও আপডেট কিছু পাওয়া যায়নি। নবজাতকের বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে