X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিয়ম মেনে ভর্তি হয়েই ডাকসু নির্বাচন করেছেন ছাত্রলীগ নেতারা: এজিএস সাদ্দাম

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

নিয়ম মেনে ভর্তি হয়েই ডাকসু নির্বাচন করেছেন ছাত্রলীগ নেতারা: এজিএস সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের যেসব নেতা নির্বাচন করেছেন, তারা নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন।

মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি।

ডাকসু এজিএস সাদ্দাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই নিয়ম অনুসরণ করে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, প্রথা রয়েছে, রীতি রয়েছে, সে প্রক্রিয়া অনুসরণ করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সুস্পষ্ট করে ডাকসুর পক্ষ থেকে বলতে চাই- তারা ছাত্রলীগের কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হননি। ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। এই প্রক্রিয়ায় শুধু ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তি হয়নি; ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও স্বতন্ত্র জোটের অনেক নেতাকর্মীও ভর্তি হয়েছেন। দুঃখজনক যে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে দায়ী করে চিহ্নিত করা হচ্ছে।’

যারা ডাকসু নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছিলেন, তারা এ বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সাদ্দাম।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে ৩৪ শিক্ষার্থী অনিয়ম করে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে সাত জন ডাকসুতে নির্বাচিত হয়েছেন। তাদের ছাত্রত্ব বাতিল এবং ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন আন্দোলন করছে। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থানের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা।

 

/এএইচ/
সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা