X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো আছে জানলে আগেই ব্যবস্থা নিতাম: ওমর ফারুক চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

ওমর ফারুক চৌধুরী যুবলীগের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘যুবলীগের ঢাকা দক্ষিণের এক নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো থাকার অভিযোগ আমাকে কেউ জানালে আগেই ব্যবস্থা নিতাম। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগেই জানতো তাহলে আমাদের আগেই জানাতে পারতো। আমরা রাজনৈতিকভাবে বিষয়টি দেখতাম।’ যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো থাকা প্রসঙ্গে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি জানতোই তবে ওই ক্যাসিনোতে কেন এত দেরিতে অভিযান চালালো?’ কোথায় যুবলীগ নেতাদের ক্যাসিনো আছে, তারা কোথায় কী অন্যায়-অপরাধ করছে তা জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদমাধ্যমের কাছে চিঠি দেবেন বলে তিনি জানান।

ফারুক চৌধুরী বলেন, ‘বলা হচ্ছে যুবলীগ নেতাদের ছত্রচ্ছায়ায় ক্যাসিনো চলে, জুয়া চলে, অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড হয়। সংবাদমাধ্যমে ষাটটি ক্যাসিনোর কথা লেখা হয়েছে। এসবের ভিত্তিতে আমরা অভিযুক্তদের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছি। আর অভিযোগের তদন্ত করার জন্য আগে থেকেই আমাদের ট্রাইব্যুনাল কার্যকর আছে। আমরা এসব বিষয় আগে জানলে শক্ত ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু আগে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। সে কারণেই সাংগঠনিক কোনও ব্যবস্থা নেওয়া যায়নি।’

প্রসঙ্গত, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক (ভিডিও)

 

 

   

/এমএইচবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা