X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কৃষি এখন ভদ্রলোকের পেশা: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০

 

কৃষি এখন ভদ্রলোকের পেশা: কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষি এখন ভদ্রলোকের পেশা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে নিয়ে চিন্তা করেন, কাজ করেন অন্তর দিয়ে। তার কৃষি ভাবনা দেশের কৃষিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষির আধুনিকায়নে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘কৃষিখাতে অবদানের স্বীকৃতি প্রদান এই খাতের জন্য ইতিবাচক দিক। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বাংলার কৃষি ও কৃষক। কৃষির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অন্যদের অনুপ্রাণিত করবে, উৎসাহ জোগাবে। সরকারের অঙ্গীকার নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।’

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশ থেকে আসা প্রায় দুইশ’ মনোনয়নের মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৭৭ জনের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের তালিকা করা হয়। মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ব্যক্তিগত পর্যায়ে সেরা কৃষক (নারী), সেরা কৃষক (পুরুষ), পরিবর্তনের হিরো (ব্যক্তি), সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি), সেরা প্রতিষ্ঠান (কৃষি সহায়তা ও বাস্তবায়ন), সেরা কৃষি রফতানিকারক, জুরি স্পেশাল এবং আজীবন সম্মাননা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সাইখ সিরাজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চাটার্ড- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ এর প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

/জেইউ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই