X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

একদিনে নতুন ডেঙ্গু রোগী ৪৩০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০

একদিনে নতুন ডেঙ্গু রোগী ৪৩০ জন একদিনে (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩০ জন। এরমধ্যে রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন, ঢাকা মহানগরীর বাইরে সারাদেশে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। এর আগের চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৪০৮ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ‘সেপ্টেম্বরকে এতদিন পিক টাইম বলা হলেও আগস্টের তুলনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। তবে, এখনও যে পরিমাণ রোগী আক্রান্ত হচ্ছে, সেটা অন্যান্য বছরের তুলনায় বেশি। এই সংখ্যাকে আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়েই স্বাস্থ্য অধিদফতর কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, কোনও আশঙ্কা হলেই তারা চিকিৎসকের কাছে যাচ্ছে, পরীক্ষা করাচ্ছে।’

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নতুন করে ৪৩০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৮৩ জন। এরমধ্যে রাজধানী ঢাকার হাসপাতাল থেকে ১৭৪ জন, ঢাকা মহানগরীর বাইরে সারাদেশের হাসপাতাল থেকে ৪০৯ জন ছাড়পত্র নিয়েছেন। 

এদিকে, সারাদেশে এখনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৯৯ জন। এরমধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৭৫ জন। আর ঢাকা মহানগরীর বাইরে সারাদেশের হাসপাতালগুলোয় ভর্তি আছেন এক হাজার ২২৪ জন। সারাদেশে ইতোমধ্যে ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কন্ট্রোল রুমের হিসাব মতে, ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩০ জন। আর চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮২৭ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৫২৫ জন।

এদিকে, বিভিন্ন হাসপাতাল থেকে ২০৩টি ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। সেখানে ১১৬টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৬৮টি মৃত্যুর ঘটনাকে ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।

/জেএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়